Advertisement
Advertisement

Breaking News

Brian Lara

ক্ষমা চাইতে হবে ‘মিথ্যাবাদী’ লারাকে, ভিভ-হুপারের দাবিতে প্রবল অশান্তি ক্যারিবিয়ান ক্রিকেটে

কী নিয়ে ঝামেলা তিন কিংবদন্তির মধ্যে?

Viv Richards and Carl Hooper demand public apology from Brian Lara for false remarks
Published by: Arpan Das
  • Posted:July 22, 2024 7:08 pm
  • Updated:July 22, 2024 7:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে চূড়ান্ত অশান্তি। তবে সেটা বর্তমান ক্রিকেটারদের মধ্যে নয়। বাকবিতণ্ডা লেগেছে তিন প্রাক্তনীর মধ্যে। ভিভ রিচার্ডস, কার্ল হুপার আর ব্রায়ান লারা, তিন কিংবদন্তির মধ্যে আচমকা অশান্তিতে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট উত্তপ্ত হয়ে গিয়েছে।

কী নিয়ে সমস্যা? যার সূত্রপাত লারার (Brian Lara) নতুন বই ‘লারা: দ্য ইংল্যান্ড ক্রনিকলস’ থেকে। সেখানে লারা দাবি করেছিলেন, ভিভ রিচার্ডস (Viv Richards) সপ্তাহে একবার করে হুপারকে ভয় দেখাতেন। পরিস্থিতি এমন জায়গায় চলে যায়, যে হুপার (Carl Hooper) কেঁদেও ফেলতেন। কিন্তু লারার বক্তব্যের বিরোধিতা করেছেন ভিভ। শুধু তিনিই নন, হুপারও যৌথ বিবৃতি দিয়েছেন ভিভের সঙ্গে।

Advertisement

দুজনের দাবি, লারা তাঁর বইতে ভুল তথ্য দিয়েছেন। তাঁদের বক্তব্য, “ব্রায়ান লারার সাম্প্রতিক বইয়ে যেভাবে ভুল তথ্য দেওয়া হয়েছে, তাতে স্যার ভিভিয়ান রিচার্ডস এবং কার্ল কুপার ভীষণভাবে আহত হয়েছেন। এই অভিযোগগুলি শুধু সত্যের বিকৃতি নয়, তার সঙ্গে দুজনের চরিত্র ও সুনামের জন্য ক্ষতিকর। এতে দুজনের সম্পর্ক খারাপ করা চেষ্টা করা হয়েছে।”

[আরও পড়ুন: টেস্টে শচীনের রান টপকে যাবেন এই তারকা, ভবিষ্যদ্বাণী ইংল্যান্ড প্রাক্তনীর]

লারার বক্তব্য ছিল, ভিভ অত্যন্ত দুর্ব্যবহার করতেন। তিনি মানসিকভাবে শক্তিশালী বলে ভেঙে পড়েননি। কিন্তু লারাকেও প্রতি সপ্তাহে কাঁদিয়ে দেওয়ার চেষ্টা করতেন। যদিও কার্ল হুপারের দাবি তিনি ভিভকে খুবই শ্রদ্ধা করেন। তিনি চিরকালই হুপারকে উৎসাহিত করেছেন। ফলে লারার সমস্ত অভিযোগ মিথ্যে। তাই দুজনের বক্তব্য, “আমরা চাই, লারা দ্রুত সর্বসমক্ষে এসে ক্ষমা প্রার্থনা করুন। এটা তাঁদের ব্যক্তিগত ও পেশাদার জীবনের সততাকে বজায় রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ।” লারা কি তাহলে নিজের ‘ভুল’ মেনে নেবেন? কীভাবে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তিদের মধ্যে অশান্তি থামে, সেটাই এখন দেখার।

[আরও পড়ুন: হার্দিককে সরিয়ে কেন টি-টোয়েন্টির অধিনায়ক সূর্য? ব্যাখ্যা দিলেন অজিত আগরকর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement