ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি (Virat Kohli) ও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ঝামেলা নিয়ে মন্তব্য করে বিপাকে বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপারজায়ান্টস ম্যাচের শেষে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন বিরাট ও গম্ভীর। একটি গুটখার প্রচার অনুষ্ঠানে গিয়ে বীরু বলেছিলেন, কোহলি ও গম্ভীর আইকন। ওরা বাজে নজির তৈরি করেছে।
শেহওয়াগ বলেছেন, ”আমি সবসময়ে বলি ওরা দেশের আইকন। ওদের অনুসরণ করে অল্পবয়সিরা। ওরা কিছু করলে বা মন্তব্য করলে, সেটাই ঠিক বলে ধরে নেবে উঠতি ক্রিকেটাররা। তারা মনে করতেই পারে, আমাদের আইকনরা যদি এমন করে, তাহলে আমার করতেও সমস্যা নেই। মাঠে এই ধরনের আচরণ ভাল লাগে না। আমার নিজের বাচ্চা লিপ রিড করতে পারে। বেন স্টোকসের লিপও ওরা রিড করতে পারে। আমার বাচ্চা যদি পড়তে পারে লিপ রিড, তাহলে অন্যরাও তা সহজেই পড়তে পারবে। মনে করতেই পারে, ওরা করলে আমাদের করতে সমস্যা কোথায়।”
কোহলি-গম্ভীর ঝামেলা প্রসঙ্গে বীরুর মন্তব্য ভাল ভাবে নেননি টুইটার ব্যবহারকারীরা। শেহওয়াগের সঙ্গে ছিলেন সুনীল গাভাসকরও। বীরু ও গাভাসকর দু’ জনেই বিরাট ও গম্ভীরের কড়া শাস্তির দাবি করেন। বোর্ড কোহলি এবং গম্ভীরকে একশো শতাংশ জরিমানা করে। গাভাসকর ও বীরু দু’ জনেই মনে করেন, শুধুমাত্র একশো শতাংশ জরিমানা করলেই হবে না, দু’জনকে নিষিদ্ধ করলে ভবিষ্যতে এরকম ধরনের ঝামেলায় আর জড়াবে না।
বীরু আর গাভাসকরের এহেন মন্তব্য ভাল ভাবে নেননি টুইটার ব্যবহারকারীরা। তাঁরা শেহওয়াগ ও গাভাসকরের গুটখার বিজ্ঞাপনের ছবি পোস্ট করে লিখেছেন, ”এঁরাই আমাদের দেশের আইকন। আইকনদের অনুসরণ করে লাখো লাখো বাচ্চা। ওরা মনে করতেই পারে আইকনরা এমন কিছু করলে সেটাই হয়তো ঠিক।” আরেক ব্যবহারকারী লিখেছেন, ”বীরেন্দ্র শেহওয়াগ যা বলেছেন, তা একদম ঠিক। আইকনদের অনুসরণ করে বাচ্চারা। তাহলে পান মশলার বিজ্ঞপান কেন?”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.