Advertisement
Advertisement
IPL Virender Sehwag

‘১৮ কোটি টাকা দিয়ে অভিজ্ঞতা কেনা যায় না’, কুরানকে বিঁধলেন শেহওয়াগ

কেন একথা বললেন বীরু?

Virender Sehwag slammed Sam Curran for his lazy run out । Sangbad Pratidin

ফাইল চিত্র।

Published by: Krishanu Mazumder
  • Posted:April 21, 2023 6:55 pm
  • Updated:April 21, 2023 6:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্যাম কুরানের (Sam Curran) আলস্যে ভরা রান আউট দেখে স্থির থাকতে পারলেন না ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)। তাঁর সমালোচনা করলেন নজফগড়ের নবাব। বলেই ফেললেন, ১৮ কোটি টাকা দিয়ে অভিজ্ঞতা কেনা যায় না।

আইপিএল (IPL) নিলামে কুরানের দাম উঠেছিল সব থেকে বেশি। শিখর ধাওয়ানের অনুপস্থিতিতে ইংল্যান্ডের অলরাউন্ডার কিংস পাঞ্জাবকে নেতৃত্ব দিয়েছিলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিরুদ্ধে ম্যাচটা ভুলে যেতে চাইবেন কুরান। ফ্যাফ ডু প্লেসি ও বিরাট কোহলির ব্যাটিংয়ের দৌলতে আরসিবি ১৭৪ রান করে।

Advertisement

[আরও পড়ুন: চাপের মুখে নতিস্বীকার? পাকিস্তানে এশিয়া কাপ খেলবে না ভারত, মেনে নিল পাক বোর্ড]

রান তাড়া করতে নেমে পরপর উইকেট হারায় পাঞ্জাব কিংস (Punjab Kings)। কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট হল কুরানের রান আউট। তাঁর আলস্যে ভরা রানিং বিটুইন দেখার পরে স্থির থাকতে পারেননি প্রাক্তনরা। বীরেন্দ্র শেহওয়াগ বলেন, ”কুরান একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটার। কিন্তু ১৮ কোটি টাকার বিনিময়ে অভিজ্ঞতা কেনা যায় না। প্রখর রোদ্দুরের নীচে খেলে মাথার চুল সাদা হলে এই অভিজ্ঞতা অর্জন করা সম্ভব।”

 

বীরু আরও বলেন, ”আমরা মনে করি ১৮ কোটি টাকা খরচ করে কাউকে কেনা মানেই সে সব ম্যাচ জিতিয়ে দেবে। কিন্তু তার তো অভিজ্ঞতা নেই। রানিং বিটুইন দ্য উইকেট একদমই ভাল ছিল না কুরানের। ওটার দরকারই ছিল না। তুমি দলের ক্যাপ্টেন। তোমার থেকে যাওয়া উচিত ছিল। শেষ ওভার পর্যন্ত ম্যাচটা টেনে নিয়ে যাওয়া উচিত ছিল। আবারও বলছি, অভিজ্ঞতার অভাবের জন্যই ম্যাচটা হারতে হয়েছে।” 

[আরও পড়ুন: চিনের ক্লাব ছেড়ে দিল লোবেরাকে, কিন্তু পাচ্ছে না ইস্টবেঙ্গল]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement