মুম্বই ইন্ডিয়ান্সকে বীরুর পরামর্শ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল ২০২৫-এর মেগা নিলামের আগে মুম্বই শিবিরকে (Mumbai Indians) পরামর্শ ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগের (Virender Sehwag)। বড় নাম ছেঁটে ফেলার কথা বলেছেন তিনি। পরের মরশুমের জন্য জশপ্রীত বুমরাহ ও সূর্যকুমার যাদবকে রেখে দেওয়া উচিত বলে মনে করেন শেহওয়াগ।
মুম্বই ইন্ডিয়ান্স তারকাসমৃদ্ধ দল হলেও এবারের আইপিএলে ভরাডুবি ঘটেছে হার্দিক পাণ্ডিয়ার দলের। তীব্র সমালোচনার শিকার হয়েছেন তিনি। শেষ ম্যাচে মুম্বইয়ের প্রতিপক্ষ লখনউ। দুটি দলেরই আইপিএল শেষ হয়ে গিয়েছে। তারকা প্লেয়ার সমৃদ্ধ হয়েও মুম্বইয়ের বিপর্যয়ের কারণ সম্পর্কে বলতে গিয়ে বীরু বলিউডের উদাহরণ টেনেছেন।
ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে শেহওয়াগ বলছেন, ”একটা কথা বলুন। শাহরুখ, সলমন ও আমির খান একটা ছবিতে থাকলে সিনেমা হিট হবে এমন গ্যারান্টি কি আছে? সাফল্যের জন্য পরিশ্রম করতে হয়। সাফল্যের জন্য পারফর্ম করে যেতে হয়। তাই না? দরকার ভালো চিত্রনাট্য। ঠিক সেরকমই বড় নামের ক্রিকেটারদেরও মাঠে নেমে একসঙ্গে পারফর্ম করতে হয়। রোহিত শর্মা একটা সেঞ্চুরি করেছিল এবং মুম্বই ইন্ডিয়ান্স হেরে গিয়েছিল। বাকি পারফরম্যান্স কোথায়?”
বীরু আলাদা করে ঈশান কিষানের কথা বলেছেন। নজফগড়ের নবাব বলেছেন, ”গোটা মরশুম জুড়ে খেলেছে ঈশান কিষান। পাওয়ারপ্লের পরে আর টিকে থাকতে পারেনি ও। দুটো নামের কথা নিশ্চিত করে বলা যায় এখন-জশপ্রীত বুমরাহ ও সূর্যকুমার যাদব। এই দুজনকে দলে রেখে দেওয়া উচিত। তার পরে তৃতীয় ও চতুর্থ পছন্দের কথা ভাবা যেতে পারে।”
মুম্বই ইন্ডিয়ান্সের জন্য পরামর্শ দিলেন শেহওয়াগ। কিন্তু পরের মরশুমের নিলামের জন্য বীরুর পরামর্শ আদৌ মুম্বই শিবির মানে কি না সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.