Advertisement
Advertisement
শচীন

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে পুরনো ছন্দে শচীন-শেহওয়াগ জুটি, নস্ট্যালজিয়া নেটদুনিয়ায়

প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ইন্ডিয়ান লেজেন্ডস।

Virender Sehwag and Tendulkar opened for India Legends on Saturday
Published by: Subhajit Mandal
  • Posted:March 8, 2020 9:01 am
  • Updated:March 8, 2020 9:01 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষবার ওয়াংখেড়েতে তাঁদের দেখা গিয়েছিল ২০১১ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে। সেই ম্যাচের ফলাফল সবারই জানা। আবার সেই শচীন(Sachin Tendulkar)-শেহওয়াগ জুটিকে খেলতে দেখা গেল ওয়াংখেড়ের মাটিতে। এবার রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে। নজফগড়ের নবাব আর মাস্টার ব্লাস্টারের সেই জুটি যেন এক লহমায় ফিরিয়ে নিয়ে গেল একের দশকের মাঝামাঝি। যখন এই দুই তারকা একসঙ্গে ওপেন করতেন টিম ইন্ডিয়ার হয়ে। শনিবারের ওয়াংখেড়ে নস্ট্যালজিক করে দিল ওই সময়ের ক্রিকেটপ্রেমীদের।

[আরও পড়ুন: ২৫ বছরের কেরিয়ারে ইতি, অবসর ঘোষণা রনজি ট্রফির সফলতম তারকার]

উপলক্ষ ছিল রাস্তায় চলাফেরা সম্পর্কে সচেতনতার প্রসার করা। সেই উদ্দেশ্যে বিশ্বের তাবড় ক্রিকেট খেলিয়ে দেশের অবসরপ্রাপ্ত তারকারা মুম্বইয়ে নামছেন একটি বিশেষ সিরিজ খেলতে। যাকে বলা হচ্ছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ(Road Safety World Series)। শনিবারের ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তিদের মুখোমুখি হয়েছিলেন ভারতীয় কিংবদন্তিরা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৫০ রান তোলে। দুর্দান্ত ব্যাটিং করেন শিবনারায়ণ চন্দ্রপল।

[আরও পড়ুন: ২০টি ছক্কা হাঁকিয়ে অপরাজিত ১৫৮ রান, টি-টোয়েন্টিতে ঝড় তুললেন হার্দিক]

জবাবে ব্যাট করতে নেমেই চেনা ছন্দে দেখা যায় বীরুকে(Virender Sehwag)। তিনি স্বভাবসিদ্ধভাবেই খাতা খোলেন বাউন্ডারি মেরে। প্রথম ওভারে বীরুর জোড়া বাউন্ডারি, দ্বিতীয় ওভারে শচীনের পরপর দুই বাউন্ডারি এবং তৃতীয় ওভারে মাস্টার ব্লাস্টারের চারের হ্যাটট্রিক যেন একবারে এই জুটির সেরা সময়ের কথা মনে করাচ্ছিল। ১৫১ রানের লক্ষ্য নিয়ে নেমে প্রথম ৬ ওভারেই ৫৯ রান করে ফেলে শচীন-শেহওয়াগ জুটি। প্রথম উইকেটে ৮২ রানের জুটি গড়েন তাঁরা। শেষপর্যন্ত ৩৬ রান করে আউট হন তেণ্ডুলকর। শেহওয়াগ মাত্র ৫৭ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ৩ ওভার বাকি থাকতেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ইন্ডিয়ান লেজেন্ডস। শচীন শেহওয়াগকে পুরনো ছন্দে দেখে রীতিমতো উচ্ছ্বসিত নেটদুনিয়া। শনিবারের ওয়াংখেড়েতে অনেকেই হাতড়ে নিলেন নিজেদের ছোটবেলার স্মৃতি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement