সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধোনির অবসর, ধোনিই সিদ্ধান্ত নেবে। অযথা প্রশ্ন করে কেন? ক্যাপটেন কুলের অবসর প্রসঙ্গে এবার ক্রিকেট বিশেষজ্ঞদের একহাত নিলেন বীরেন্দ্র শেহওয়াগ (Virendar Shewag)। প্রসঙ্গত, লখনউ ম্যাচের টসের সময় সঞ্চালককে মাহি বলেন, “আমার অবসর নিয়ে সবকিছু আপনারাই ঠিক করে ফেলেছেন দেখছি।” তারপর থেকেই ক্রিকেটপ্রেমীদের আলোচনার হট টপিক, তাহলে কি এটাই ধোনির শেষ আইপিএল নয়?
ক্রিকেটপ্রেমীরা ধরেই নিয়েছেন, এটাই মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল (IPL)। তাই চেন্নাইয়ের প্রত্যেক ম্যাচেই তাঁকে দেখতে উপচে পড়ছে স্টেডিয়ামগুলি। তবে বুধবার ধোনির কথায় তাঁর অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, আগামী আইপিএলেও খেলার পরিকল্পনা রয়েছে ধোনির। সেই জন্যই অবসর প্রসঙ্গে মুখ খুলতে চাইছেন না এহেন পরিস্থিতিতে কড়া মন্তব্য করেছেন ধোনির প্রাক্তন সতীর্থ বীরেন্দ্র শেহওয়াগ।
বুধবার লখনউয়ের বিরুদ্ধে একানা স্টেডিয়ামে খেলতে নেমেছিল চেন্নাই (Chennai Super Kings)। চলতি আইপিএলের রীতি মেনে লখনউয়ের হোম গ্রাউন্ডেও হলুদ জার্সিধারীদেরই দাপট ছিল। সেই দেখে টসের সময়ে সঞ্চালক ড্যানি মরিসন ধোনিকে (MS Dhoni) বলেন, “তোমার শেষ অনবদ্য সফর কীভাবে উপভোগ করছ?” জবাবে ধোনি বলেন,”আপনারাই তো ঠিক করেছেন এটা আমার শেষ আইপিএল!”
তারপরেই ক্ষোভ উগরে দিয়েছেন শেহওয়াগ। তিনি বলেন, “আমি তো এটাই বুঝি না, এই কথাগুলো জিজ্ঞাসা করে কেন? যদি এটাই ধোনির শেষ আইপিএল হয়েও থাকে, তাহলেও সেটা নিয়ে প্রশ্ন করার কী আছে? এটা ধোনির সিদ্ধান্ত, ওর উপরেই ছেড়ে দেওয়া হোক। সঞ্চালক আসলে চেয়েছিলেন, ধোনি নিজেই বলুক এটা ওর শেষ আইপিএল। ধোনি নিজেই জানে এটা ওর শেষ মরশুম কিনা।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.