Advertisement
Advertisement
Nitin Menon

বিরাট-রোহিতরা প্রভাবিত করার চেষ্টা করেন! বিস্ফোরক অভিযোগ ভারতীয় আম্পায়ারের

ফের বিতর্কে ভারতীয় ক্রিকেট।

Virat, Rohit create pressure on umpires, Nitin Menon makes sensational claim | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 18, 2023 10:37 am
  • Updated:June 18, 2023 10:37 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসির (ICC) এলিট প্যানেলের একমাত্র ভারতীয় আম্পায়ার তিনি। টানা কয়েক বছর ভারতে যে কোনও গুরুত্বপূর্ণ সিরিজে আম্পায়ারের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। সেই নীতীন মেনন (Nitin Menon) এবার ভারতীয় তারকাদের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করে বসলেন। আইসিসির এলিট প্যানেলের ওই আম্পায়ার বলছেন, ভারতে খেলা হল বিরাট-রোহিতদের মতো বড় বড় তারকারা আম্পায়ারদের উপর চাপ সৃষ্টি করেন।

Virat, Rohit create pressure on umpires, Nitin Menon makes sensational claim

Advertisement

নীতীন মেনন বলছেন, যে কোনও ৫০-৫০ সিদ্ধান্ত নিজেদের পক্ষে টানার জন্য রোহিত শর্মা (Rohit Sharma), কোহলিরা (Virat Kohli) আম্পায়ারদের চাপ দেন। বিশেষ করে ভারতে খেলা হলে এই সমস্যা হয়। আইসিসির এলিট প্যনেলে থাকা ভারতের একমাত্র আম্পায়ার বলছেন,”ভারত দেশের মাটিতে খেলতে নামলে বিরাট হইচই পড়ে যায়। আসলে ভারতীয় দলে প্রচুর তারকা আছেন, যারা সবসময় আম্পায়ারদের চাপে রাখার চেষ্টা করেন। যে কোনও ৫০-৫০ সিদ্ধান্ত নিজেদের দিকে টেনে নেওয়ার চেষ্টা করেন।”

[আরও পড়ুন: নতুন করে হিংসা ছড়াল মণিপুরে, পুলিশের অস্ত্রাগার ভাঙচুর বিক্ষোভকারীদের!]

যদিও নীতীন মেনন পর মুহূর্তেই দাবি করেছেন, ক্রিকেটাররা যেমনই আচরণ করুন না কেন, আম্পায়ারদের নিজেদের উপর নিয়ন্ত্রণ থাকলে তাঁদের সেসব নিয়ে বিশেষ ভাবতে হয় না। ভারতীয় আম্পায়ার বলছেন, কোনও ম্যাচে নামার আগে আমরা জানি ওই ম্যাচে কে কে খেলতে পারেন, তাঁরা কী রকম আচরণ করতে পারেন। তাঁদের কীভাবে সামলাতে হবে, সেসব নিয়ে প্রস্তুতিও নেওয়া থাকে।

[আরও পড়ুন: বিরোধী ঐক্যে ফাটল ধরাচ্ছেন সাভারকর! পাটনার বৈঠকের আগে কংগ্রেসকে নিশানা উদ্ধবের]

বস্তুত, ক্রিকেট বিশ্বকে এই মুহূর্তে শাসন করছে ভারত। আইসিসি টুর্নামেন্টগুলিতে টিম ইন্ডিয়া ভাল পারফর্ম না করলেও সারাবছর সব ফরম্যাটেই পারফরম্যান্সের নিরিখে একেবারে উপরের সারিতে টিম ইন্ডিয়া (Team India)। আর আর্থিক প্রতিপত্তির দিক থেকেও বিশ্ব ক্রিকেটে ভারত অপ্রতিরোধ্য। যা নিয়ে এমনিতেই ভারতীয় দলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ করে অন্য দেশগুলি। নীতীন মেননের বয়ানের পর সেই অভিযোগ যে আরও জোরাল হবে, তাতে সংশয় নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement