Advertisement
Advertisement
Virat Kohli

জন্মেই রেকর্ড বিরাটপুত্রের! ‘বাবার নজির ভাঙবে অকায়’, আশা পাকিস্তানি ক্রিকেটপ্রেমীদের

দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন কিং কোহলি।

Virat Kohli's son reportedly broke social media record | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:February 21, 2024 1:59 pm
  • Updated:February 21, 2024 3:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলার মাঠে একের পর এক রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি। সোশাল মিডিয়াতেও তাঁর আকাশছোঁয়া জনপ্রিয়তা। সেই বিরাটের পুত্রসন্তানও জন্মের পর থেকেই রেকর্ড গড়া শুরু করল। অন্যদিকে, বিরাটের পুত্র অকায় যেন বাবার সমস্ত রেকর্ড ভেঙে দেয় সেই প্রার্থনা করছে পাকিস্তানের ক্রিকেটভক্তরাও।

মঙ্গলবার নিজের সোশাল মিডিয়ায় পোস্ট করে দ্বিতীয়বার বাবা হওয়ার খবর জানান কোহলি (Virat Kohli)। তাঁর কথায়, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গত ১৫ ফেব্রুয়ারি আমাদের পুত্র সন্তান এবং ভামিকার ভাই অকায় জন্ম নিয়েছে।” বিরাটের দ্বিতীয় সন্তান জন্মের খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছাবার্তায় ভরে উঠেছে বিরুষ্কার সোশাল মিডিয়া।

Advertisement

[আরও পড়ুন: ‘দুবছর আগেই অধিনায়কত্ব পেতে পারত অশ্বিন’, হঠাৎ কেন একথা গাভাসকরের মুখে?

শুধু ভার‍ত নয়, পড়শি দেশের আমজনতাও শুভেচ্ছা জানিয়েছেন সদ্যোজাত অকায়কে। পাকিস্তানের একটি ভাইরাল ভিডিওতে এক ব্যক্তি বলছেন, “আশা করি বাবার সমস্ত রেকর্ড ভেঙে দেবে বিরাটের পুত্র। ভারতের আগামী দিনের সুপারস্টার হয়ে উঠবে।” কিং কোহলির পুত্রের নাম প্রকাশ্যে আসতেই একাধিক ভুয়ো অ্যাকাউন্টও তৈরি হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়। অকায় কোহলির নামে প্রচুর অ্যাকাউন্টের হদিশ মিলেছে।

অকায় কোহলিকে নিয়ে সোশাল মিডিয়ায় তুমুল আলোচনার মধ্যে নেটিজেনদের দাবি, জন্মেই রেকর্ড গড়ে ফেলেছেন বিরাটপুত্র। নেটদুনিয়ার দাবি, দ্রুততম ৫ মিলিয়ন লাইক পেয়েছে অকায়ের জন্মের খবর। এশিয়ার মধ্যে এই নজির গড়েছে বিরাটের পোস্ট। তবে নজির গড়ার পরেও বিরাটের পোস্টে বহু লাইকের ভিড়। আপাতত ৮.৪ মিলিয়ন লাইক পড়েছে বিরাটের পোস্টে। অনুষ্কা শর্মার পোস্টে লাইকের সংখ্যা ৩.৮ মিলিয়ন।

[আরও পড়ুন: জল্পনায় সিলমোহর, চতুর্থ টেস্টের আগেই ছুটি বুমরাহর, ছিটকে গেলেন রাহুল

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement