Advertisement
Advertisement
Virat Kohli

মা সম্পূর্ণ সুস্থ, তাহলে কেন ছুটিতে কোহলি? দাদার বয়ানে প্রশ্ন

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে নেই বিরাট।

Virat Kohli's mother is fit and fine, says his brother | Sangbad Pratidin

কোহলি। ফাইল চিত্র

Published by: Anwesha Adhikary
  • Posted:January 31, 2024 3:05 pm
  • Updated:January 31, 2024 6:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে খেলেননি বিরাট কোহলি (Virat Kohli)। পরের তিন টেস্টেও তাঁকে পাওয়া যাবে কিনা সেই নিয়েও প্রশ্ন উঠেছে। এহেন পরিস্থিতিতে গুজব ছড়ায়, গুরুতর অসুস্থ কিং কোহলির মা। তাঁর পাশে থাকতেই জাতীয় দল থেকে ছুটি নিয়েছেন বিরাট। কিন্তু সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়কের দাদা বিকাশ কোহলি।

ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট করে বিরাটের দাদা জানান, তাঁদের মা সম্পূর্ণ সুস্থ। বিকাশ লেখেন, “কয়েকদিন থেকেই দেখছি আমাদের মাকে নিয়ে প্রচুর ভুয়ো খবর ছড়াচ্ছে। তাই পরিষ্কার করে সকলকে একটা কথা জানিয়ে রাখতে চাই। আমাদের মা একেবারে সুস্থ। তাঁর কোনও শারীরিক সমস্যা নেই। তাই মিডিয়ার কাছে অনুরোধ, ঠিকঠাক তথ্য না পেয়ে এরকম খবর ছড়াবেন না।”

Advertisement

[আরও পড়ুন: ফের ACC প্রেসিডেন্ট জয় শাহ, এশীয় ক্রিকেটের রাশ ভারতের হাতেই]

উল্লেখ্য, ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ শুরুর আগেই বিসিসিআইয়ের তরফে জানানো হয় যে প্রথম দুই টেস্টে খেলবেন না বিরাট। কেন এই সিদ্ধান্ত, সেই নিয়ে বোর্ডের তরফে কিছু বলা হয়নি। বিসিসিআই জানায়, অধিনায়ক রোহিত শর্মা ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন বিরাট। অত্যন্ত ব্যক্তিগত একটা সমস্যার কারণে আপাতত ছুটি নিতে হয়েছে তাঁকে।

বিসিসিআই (BCCI) আরও জানায়, বিরাটের ব্যক্তিগত জীবনের গোপনীয়তাকে সম্মান করে দল। সংবাদমাধ্যমকেও অনুরোধ করা হয় বিরাটের গোপনীয়তা রক্ষার জন্য। কিন্তু তার পরেই ছড়িয়ে পড়ে বিরাটের মা সরোজ কোহলির অসুস্থতার ভুয়ো খবর। বিরাটের দাদা সেই জল্পনা উড়িয়ে দেওয়ার পরে অবশ্য ফের প্রশ্ন উঠেছে, তাহলে কী সমস্যা রয়েছে বিরাটের? কেন দীর্ঘ ছুটি নিয়েছেন তিনি? উত্তর অধরাই।

[আরও পড়ুন: ঠিক যেন ধোনি! মুশির খানের হেলিকপ্টার শট নিয়ে জোর চর্চা সোশাল মিডিয়ায়]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement