Advertisement
Advertisement

Breaking News

Team india

চোটের জন্য দলের বাইরে শ্রেয়স, ইংল্যান্ডের বিরুদ্ধে একাধিক বদলের ভাবনা কোহলির

রোহিত শর্মার খেলা নিয়ে সামান্য হলেও ধোঁয়াশা রয়েছে।

Virat Kohli's india might make these changes in 2nd ODI against England | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:March 25, 2021 11:37 am
  • Updated:March 25, 2021 1:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজ পকেটে পোরার পর ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ছন্দেই শুরু করেছে বিরাট কোহলি অ্যান্ড কোং। তিন ম্যাচের সিরিজে প্রথমটি ৬৬ রানে জিতে ১-০ এগিয়ে ভারত (Team India)। তবে এরই মধ্যে চোট পেয়ে চলতি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন দলের অন্যতম ভরসা শ্রেয়স আইয়ার। তাই শুক্রবার দ্বিতীয় ওয়ানডে-তে দলে কিছু বদল আসতে চলেছে প্রথম একাদশে।

দলে ঢুকেই ফের নিজের জাত চিনিয়েছেন শিখর ধাওয়ান। রোহিতের সঙ্গে ওপেন করে ৯৮ রানের ইনিংস খেলেন টিম ইন্ডিয়ার ‘গব্বর’। তাই এই ম্যাচে যে ধাওয়ানকেই ওপেনার হিসেবে দেখা যাবে, সে নিয়ে কোনও সন্দেহ নেই। তবে রোহিত শর্মার (Rohit Sharma) খেলা নিয়ে সামান্য হলেও ধোঁয়াশা রয়েছে। কারণ সেই চোট। প্রথম ম্যাচে মার্ক উডের ডেলিভারিতে কনুইয়ে চোট পেয়েছিলেন তিনি। তাই একান্তই যদি ‘হিটম্যান’ নামতে না পারেন, তাহলে বিকল্প হিসেবে দলে ঢুকতে পারেন ঋষভ পন্থ। সেক্ষেত্রে ধাওয়ানের সঙ্গে ওপেন করার সম্ভাবনা কেএল রাহুলের। আর উইকেটের পিছনে দাঁড়াবেন ঋষভ।

Advertisement

[আরও পড়ুন: ‘সুনীল না থাকলেও সমস্যা হবে না’, আজ ওমানের বিরুদ্ধে আত্মবিশ্বাসী ভারতীয় কোচ]

এদিকে, শ্রেয়স ছিটকে যাওয়ায় তাঁর বিকল্প হিসেবে উঠে আসছে সূর্যকুমার যাদবের নাম। যিনি টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেছিলেন। শুক্রবার প্রথম একাদশে তাঁর ডাক পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। টি-২০’র মতোই একদিনের ক্রিকেট অভিষেকেও একইরকম পারফর্ম করতে পারেন কি না, সেটাই দেখার।

বোলিং লাইন আপেও বদল ঘটাতে পারেন ক্যাপ্টেন কোহলি (Virat Kohli)। প্রথম ম্যাচে চাহালকে বসিয়ে কুলদীপকে সুযোগ দিলেও তিনি সেভাবে নজর কাড়তে পারেননি। ৯ ওভারে ৬৮ রান দিয়ে একটিও উইকেট পাননি চায়নাম্যান বোলার। তাই স্পিনারের তালিকায় চাহালকেই দেখা যেতে পারে।

এদিকে, দ্বিতীয় ওয়ানডে-তে মাঠে নামার আগেই সুখবর পেলেন বিরাট কোহলি। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে আইসিসির টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে সর্বোচ্চ চতুর্থ স্থান দখল করেন তিনি। টপকে যান কেএল রাহুলকেও। তিন ধাপ উঠে ১৪ নম্বরে চলে এলেন রোহিত শর্মা। বুধবার প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে বোলারদের তালিকা ২১ নম্বরে রয়েছেন ভুবনেশ্বর কুমার। ইংল্যান্ডের বিরুদ্ধে ভাল পারফর্ম করায় ২৪ ধাপ এগোলেন তিনি।

[আরও পড়ুন: বিয়ে করতে চলেছেন অ্যাডাম জাম্পা, কে হচ্ছেন RCB লেগস্পিনারের জীবনসঙ্গী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement