Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

টেস্টে কোহলির বিশ্বরেকর্ড ভাঙলেন স্মিথ, ‘ও এই প্রজন্মের সেরা’, বলছেন পন্টিং

শ্রীলঙ্কার বিরুদ্ধে গল টেস্টেই ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন স্মিথ।

Virat Kohli's all-time test record broken, Steve Smith takes no. 1 Spot
Published by: Subhajit Mandal
  • Posted:January 30, 2025 12:40 pm
  • Updated:January 30, 2025 12:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির আরও এক বিশ্বরেকর্ড ভেঙে গেল। এবার বিরাটকে টপকালেন স্টিভ স্মিথ। অ্যাওয়ে ম্যাচে সেঞ্চুরির নিরিখে কোহলি এতদিন সবার উপরে ছিলেন। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি করে বিরাটের সেই রেকর্ডও ভেঙে দিলেন অজি মহাতারকা।

শ্রীলঙ্কার বিরুদ্ধে গল টেস্টেই কেরিয়ারের ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন স্মিথ। ওই ম্যাচেই অনবদ্য শতরান করে কোহলির রেকর্ড ভাঙলেন তিনি। টেস্টে এটি স্মিথের ৩৫তম শতরান। অর্থাৎ গাভাসকর সেঞ্চুরির সংখ্যায় পেরিয়ে গেলেন তিনি। আর একটি সেঞ্চুরি করলে ছুঁয়ে ফেলবেন রাহুল দ্রাবিড় এবং জো রুটকে। এর মধ্যে ১৭টি টেস্ট সেঞ্চুরি তিনি করেছেন অ্যাওয়ে ম্যাচে। যা বিশ্বরেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল কোহলির দখলে। টেস্ট ক্রিকেটে ১৬টি অ্যাওয়ে সেঞ্চুরি রয়েছে বিরাটের। যার মধ্যে সর্বশেষ অ্যাওয়ে সেঞ্চুরিটি এসেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই পার্থে।

Advertisement

প্রায় বছর পাঁচেক হতে চলল টেস্ট ক্রিকেটে ছন্দ খুইয়েছেন বিরাট কোহলি। একটা সময় সমসাময়িক ক্রিকেটারদের থেকে পরিসংখ্যানের নিরিখে অনেকটাই এগিয়ে ছিলেন। কিন্তু টানা খারাপ ফর্মের জেরে ক্রমশ পিছিয়ে পড়ছেন বিরাট। তাঁর আরও একটি রেকর্ড চলে গেল স্মিথের দখলে। স্মিথের এই সর্বশেষ সেঞ্চুরির পর অজি ক্রিকেট মহলে বলাবলি শুরু হয়ে গিয়েছে, এবার বর্তমান প্রজন্মের সেরা ব্যাটারের তকমাটা স্মিথকেই দেওয়া হোক। এই কথাটা আবার বলছেন খোদ কিংবদন্তি অজি অধিনায়ক রিকি পন্টিং।

পন্টিংয়ের বক্তব্য, “স্মিথ কি টেস্টে এই প্রজন্মের সেরা ক্রিকেটার? এর বিরুদ্ধে কোনও যুক্তি তো আমি দেখছি না। রুট এবং উইলিয়ামসনের রেকর্ড ভালো। ওদের পক্ষে যুক্তি খাড়া করা যেতে পারে। তবে বিরাট কোহলি আর এই লড়াইয়ে নেই। ৫-৬ বছর আগে ছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement