Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

কোহলির না থাকা ভারত-ইংল্যান্ড সিরিজের জন্য বিরাট ক্ষতি, বলছেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা

বাজবল ক্রিকেটেরও প্রশংসা করেছেন ইংল্যান্ডের সেই প্রাক্তন তারকা।

Virat Kohli's absence in the ongoing India vs England series is shame । Sangbad Pratidin

বিরাট কোহলি। ফাইল ছবি

Published by: Krishanu Mazumder
  • Posted:February 12, 2024 2:59 pm
  • Updated:February 12, 2024 9:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে বিরাট কোহলির (Virat Kohli) না থাকাটা চলতি সিরিজের জন্য অত্যন্ত হতাশাজনক এবং লজ্জাজনক বিষয়। কোহলির না থাকা প্রসঙ্গে ইংল্যান্ডের প্রাক্তন তারকা স্টুয়ার্ট ব্রড (Stuart Broad)একথা বলেছেন। চলতি সিরিজে কোহলি না থাকায় যে শূন্যস্থান তৈরি হয়েছে, তা ভরাট করা সম্ভব নয়।
সংবাদসংস্থাকে স্টুয়ার্ট ব্রড বলেছেন, ”কোহলির না থাকা গোটা সিরিজের জন্য খারাপ দিক। তবে ভারত শেষ টেস্ট ম্যাচটা জিতে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে। সবাই জানেন যে কোনও দলের কাছেই কোহলি মূল্যবান সম্পদ। তবে ব্যক্তিগত বিষয়কে তো অগ্রাধিকার দিতেই হবে। কোহলি না থাকায় বড় সুযোগ তরুণ খেলোয়াড়দের সামনে। ভারতের ব্যাটিং অর্ডারে কোনও একজনকে পারফর্ম করতে হবে, রান করতে হবে।”

 

Advertisement

[আরও পড়ুন: স্বপ্নভঙ্গ! এখনও সেই ৬ বাঙালি ফুটবলারকে স্পেনে পাঠাতে পারল না আইএফএ]

স্টুয়ার্ট ব্রড আলাদা করে বাজবল ক্রিকেটের প্রশংসা করেছেন। শুধু স্টুয়ার্ট ব্রড নন, ইংল্যান্ডের প্রাক্তন তারকা ইয়ান বোথামও বাজবল ক্রিকেটের প্রশংসা করেছেন। বাজবল ক্রিকেটের জন্য টেস্ট ক্রিকেট দেখতে এখন মাঠে আসছেন মানুষ।
ইংল্যান্ডের তারকা স্টুয়ার্ট ব্রডও মনে করছেন বাজবল ক্রিকেট টেস্ট ফরম্যাটকে এগিয়ে নিয়ে যাবে। অবসরের আগে স্টুয়ার্ট ব্রডও বাজবল ক্রিকেটের অংশই ছিলেন।  সংবাদসংস্থাকে ব্রড বলেছেন, ”বাজবল ক্রিকেট আমার খুব পছন্দের। এই মুহূর্তে সিরিজের ফলাফল ১-১। তবে প্রমাণিত হয়ে গিয়েছে, বাজবল ক্রিকেট যে কোনও দেশেই সাফল্য পেতে পারে। আমার মনে হয় হায়দরাবাদে ইংল্যান্ডের পারফরম্যান্স সব চেয়ে উল্লেখযোগ্য। আমরা পাকিস্তানের মাটিতে ৩-০ ফলাফলে জিতেছি। নিউজিল্যান্ডেও ভালো খেলেছি। বাজবল ক্রিকেট টেস্ট ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে। দর্শকদের জন্যও এই বাজবল ক্রিকেট খুব উপভোগ্যও বটে।” 

[আরও পড়ুন: শ্বশুরের সঙ্গে সম্পর্ক কেন তলানিতে? প্রশ্ন শুনতেই চটে লাল রবীন্দ্র জাদেজার স্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement