Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

ঠিক যেন ‘ঘরের ছেলে’, পাঞ্জাব ক্রিকেটারদের পরিবারের মন জিতলেন কোহলি, ভাইরাল ভিডিও

পাঞ্জাবের মাঠে কী করলেন কোহলি? দেখুন ভিডিও।

Virat Kohli won hearts after meeting Punjab Kings players family

ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:May 11, 2024 9:33 pm
  • Updated:May 11, 2024 9:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি আগ্রাসী। ক্রিকেট মাঠে উত্তপ্ত মেজাজে তিনি শাসন করেন বিপক্ষ দলকে। চলতি আইপিএলেও সেই বিরাট কোহলিকে (Virat Kohli) দেখেছেন ভক্তরা। কিন্তু পাঞ্জাব (PBKS) ম্যাচের পর তিনি ধরা দিলেন অন্যরূপে। যেন বাইশ গজের আগ্রাসী ক্রিকেটার নন, বরং ঘরের ছেলের মতো পাওয়া গেল তাঁকে।

মাঠের বাইরে প্রায়ই মজা করতে দেখা যায় বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) তারকাকে। সতীর্থদের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন তিনি। পাঞ্জাব ম্যাচে রাইলি রুসো আউট হওয়ার পরেই স্টেন গান সেলিব্রেশন করেন বিরাট। ম্যাচ জিতে প্লে অফের লড়াইয়েও ফিরে এসেছে বেঙ্গালুরু। কিন্তু ম্যাচের পরে তাঁকে অন্য রূপে পেয়েছেন আর্শদীপ সিং ও হরপ্রীত বার।

Advertisement

[আরও পড়ুন: আল নাসের ছাড়ছেন রোনাল্ডো? ইউরোর পরই নতুন ক্লাবে সই করার সম্ভাবনা]

পাঞ্জাব কিংস থেকে সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়। ম্যাচের দুই পাঞ্জাব ক্রিকেটারের পরিবারের সঙ্গে দেখা করেন কোহলি। হাত জোড় করে প্রণাম করেন তিনি। হরপ্রীতের মা তাঁর মাথায় হাত বুলিয়ে দেন। বুকে টেনে আলিঙ্গন করেন হরপ্রীতের বাবা। এক সঙ্গে ছবিও তোলেন সকলে। বেশ কিছুক্ষণ দুই পরিবারের সঙ্গে গল্প করেন তিনি। সব মিলিয়ে এক আবেগঘন পরিস্থিতি তৈরি হয় ধরমশালায়।

কোহলির আচরণ মন জিতে নিয়েছে ক্রিকেটভক্তদের। সম্প্রতি রিঙ্কু সিংকে দেওয়া ব্যাট ভেঙে গেল ফের উপহার পাঠান তিনি। দীর্ঘদিনের সমস্যা মিটিয়ে গম্ভীরের সঙ্গেও আড্ডা মারতে দেখা যায়। এবার পাঞ্জাব ক্রিকেটারদের কাছে ধরা দিলেন ঘরের ছেলের মতো। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও তিনি ‘কিং’। সেকথাই বারবার প্রমাণ করছেন কোহলি।

[আরও পড়ুন: ২০ বছরের ক্রিকেট জীবনের সমাপ্তি, লর্ডস টেস্টের পরেই অবসর অ্যান্ডারসনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement