সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেরা ফিল্ডারের পুরস্কার। চলতি বিশ্বকাপে (ICC World Cup 2023) আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল টিম ইন্ডিয়ার অভিনব এই উদ্যোগ। প্রতিটা ম্যাচের শেষে সমর্থকদের চোখ থাকতে কে সেরা ফিল্ডার হবেন সেদিকে। আকর্ষণের আরও একটা কারণ ছিল। সেটা হল এই পুরস্কারজয়ীদের নাম ঘোষণায় অভিনবত্ব। ড্রেসিংরুমের উৎফুল্ল পরিবেশ দেখেও এতদিন মন ভরেছে ক্রিকেটপ্রেমীদের। অথচ ফাইনালের পর দেখতে হল ঠিক তার উলটো ছবি।
চারিদিক অদ্ভুত নীরবতা। বিধ্বস্ত হয়ে বসে গোটা দল। এতদিন যে মুখগুলি হাসিখুশি থাকত, এতদিন যে তরুণ তুর্কীরা নেচে-কুঁদে বেড়াতেন, তাঁদের মুখগুলোই ফাইনালের পর কেমন যেন শুকনো, ফ্যাকাসে মনে হল। পরাজয়ের গ্লানি গ্রাস করেছে সকলকেই। ড্রেসিংরুমের সেই বিধ্বস্ত পরিবেশেই নিজের কর্তব্য পালন করলেন ফিল্ডিং কোচ টি দিলীপ (T Dilip)। নাম ঘোষণার পরও সেই উচ্ছ্বাস দেখা গেল না।
ফাইনালে সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন বিরাট কোহলি (Virat Kohli)। বিশ্বকাপের প্রথম ম্যাচেও এই খেতাব গিয়েছিল তাঁরই দখলে। শেষদিনও তিনিই পেলেন। যদিও শেষটা যেভাবে করতে চেয়েছিলেন সেটা হল না। সেজন্যই সম্ভবত এদিন সেরা ফিল্ডারের নাম ঘোষণায় কোনও অভিনবত্ব দেখা গেল না। আগের ম্যাচের সেরা ফিল্ডারের খেতাব জয়ী রবীন্দ্র জাদেজা শুধু এলেন, কোহলির গলায় সেরা ফিল্ডারের পুরস্কারটি তুলে দিলেন। এবং তাঁকে সান্ত্বনা দিলেন। গোটা ব্যাপারটাই কেমন যেন দায়সারা মনে হল, সেটাই স্বাভাবিক হয়তো।
আসলে ফাইনালে ব্যাটিং-বোলিংয়ের মতো ফিল্ডিংয়েও অজিরা ভারতকে মাত দিয়েছে। অস্ট্রেলিয়া যেখানে ফিল্ডিংয়েই অন্তত ৩০-৪০ রান বাঁচিয়েছে, সেখানে ভারতীয়রা অনেকটাই ঢিলেঢালা ছিলেন। এসবের মধ্যেও বিরাট কোহলি ডেভিড ওয়ার্নারের ভালো একটা ক্যাচ নিয়েছেন। মাঠে এনার্জিও দেখিয়েছেন। সেজন্য তাঁকেই দেওয়া হল ওই পুরস্কার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.