বিরাট কোহলি। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুব শীঘ্রই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ক্যাম্পে যোগ দিতে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। সূত্রের খবর, ১৭ মার্চের আগে আরসিবি-র প্রস্তুতি শিবিরে যোগ দেবেন বিরাট। চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বার্ষিক প্রোমোশনাল ইভেন্ট রয়েছে ১৯ মার্চ।
২২ মার্চ শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংস। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন কোহলি। আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলার পরে আর খেলতে দেখা যায়নি বিরাট কোহলিকে। আইপিএলে সরাসরি নামবেন তিনি।
উল্লেখ্য, আরসিবি অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি মঙ্গলবার বেঙ্গালুরুতে দলের সঙ্গে যোগ দিয়েছেন।
এর মধ্যেই খবর প্রকাশিত হয়েছে, দলের চাহিদা অনুযায়ী খেলতে পারছেন না কোহলি। সেই কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হবে কোহলিকে।
টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক থাকবেন রোহিত শর্মাই, সাফ জানিয়ে দিয়েছিলেন বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ। সেই সঙ্গে বলেছিলেন, টি-টোয়েন্টি খেলা নিয়ে বিরাটের সঙ্গে কথা বলবে টিম ম্যানেজেমেন্ট। তার পরে দ্বিতীয় সন্তানের জন্মের কারণে গোটা ইংল্যান্ড সিরিজ থেকেই ছুটি নেন বিরাট।
বোর্ড সূত্রে খবর, বিরাট ও রোহিত দুজনেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চেয়েছেন। সেই জন্যই বছরের শুরুতে আফগানিস্তান সিরিজে খেলেছিলেন দুজনে। এর মধ্যেই একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, টি-টোয়েন্টি ক্রিকেটে দলের চাহিদা অনুযায়ী খেলতে পারছেন না বিরাট। সেই কারণেই টি টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হবে কোহলিকে। অবশ্য কোহলি দলে থাকবেন কিনা তা বলবে সময়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.