Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

দলের চাহিদা অনুযায়ী খেলতে পারছেন না! টি-২০ বিশ্বকাপের দল থেকে বাদ বিরাট?

বিশ্বকাপের কথা মাথায় রেখে কঠোর সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা!

Virat Kohli unable to cope team demands, might be dropped from T20 WC squad

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:March 12, 2024 12:57 pm
  • Updated:March 12, 2024 12:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দলে রাখাই হবে না বিরাট কোহলিকে (Virat Kohli)? কারণ সংক্ষিপ্ততম ফরম্যাটে দলের চাহিদা অনুযায়ী খেলতে পারছেন না তিনি। সেই কথা ভেবেই আগামী বিশ্বকাপে তাঁর কথা আর ভাবা হবে না বলে বোর্ড সূত্রে খবর।

টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক থাকবেন রোহিত শর্মাই, সাফ জানিয়ে দিয়েছিলেন বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ। সেই সঙ্গে বলেছিলেন, টি-টোয়েন্টি খেলা নিয়ে বিরাটের সঙ্গে কথা বলবে টিম ম্যানেজেমেন্ট। তার পরে দ্বিতীয় সন্তানের জন্মের কারণে গোটা ইংল্যান্ড সিরিজ থেকেই ছুটি নেন বিরাট। বোর্ড সূত্রে খবর, বিরাট ও রোহিত দুজনেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চেয়েছেন। সেই জন্যই বছরের শুরুতে আফগানিস্তান সিরিজে খেলেছিলেন দুজনে।

Advertisement

[আরও পড়ুন: ইডেনের গ্যালারি থেকে শ্রেয়স-রাসেলদের দেখতে হলে খরচ কত?

কিন্তু বিরাট কোহলিকে আর কুড়ি-বিশের জাতীয় দলে রাখতে চাইছেন না নির্বাচকরা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, টি-টোয়েন্টি ক্রিকেটে দলের চাহিদা অনুযায়ী খেলতে পারছেন না বিরাট। তাই আগামী বিশ্বকাপের দলে তাঁর জায়গা যথেষ্ট নড়বড়ে। তবে বিরাটকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচক প্রধান অজিত আগরকর। কিন্তু বোর্ডের জল্পনা অনুযায়ী, আইপিএলে আরসিবির হয়ে বিরাট যদি দুর্দান্ত পারফর্ম করতে পারেন তাহলে হয়তো তাঁর কথা ভাবা হতে পারে।

বিরাটের টি-টোয়েন্টি ভবিষ্যৎ নিয়ে বোর্ড আধিকারিকরা কেউই কোনও ভূমিকা নিতে চান না বলেই খবর। কারণ গোটা বিষয়টা খুবই স্পর্শকাতর। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাইছেন নির্বাচকরা। বিশ্লেষকদের মতে, ওয়ানডে বিশ্বকাপে আগ্রাসী ব্যাটিং করেছেন রোহিত। কিন্তু বিরাটের থেকে সেরকম ব্যাটিং দেখা যায়নি। খুব সম্ভবত সেই কারণেই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে কোপ পড়তে পারে কিং কোহলির উপরে।

[আরও পড়ুন: আইপিএল থেকে কেন সরে দাঁড়ালেন জেসন রয়? কারণ জানালেন ইংল্যান্ডের তারকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement