Advertisement
Advertisement
Virat Kohli

পন্থের অনবদ্য ক্যাচ নেওয়ার পর গ্যালারিতে অনুষ্কার দিকে বিশেষ ইঙ্গিত কোহলির, ভাইরাল ছবি

এদিকে খারাপ ফর্মের জন্য কোহলিকে বাদ দেওয়ার দাবিও উঠছে।

Virat Kohli takes incredible one-handed catch to dismiss Pant | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 17, 2022 11:26 am
  • Updated:April 17, 2022 12:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাট হাতে সময়টা ভাল যাচ্ছে না বিরাট কোহলির (Virat Kohli)। ফর্মের বিচারে দেড় দশকের ক্রিকেট কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন টিম ইন্ডিয়ার পোস্টার বয়। কিন্তু তা বলে মুষড়ে পড়তে রাজি নন তিনি। যতক্ষণ মাঠে থাকছেন চনমনে থাকছেন। খেলাটাকে উপভোগ করার চেষ্টা করছেন। ব্যাট হাতে সম্ভব না হলেও যেভাবেই সম্ভব দলকে সাহায্য করার চেষ্টা করে চলেছেন বিরাট কোহলি। শনিবার দিল্লির বিরুদ্ধে ম্যাচেও মিলল সেই নমুনা। গোটা ম্যাচে অনবদ্য ফিল্ডিং করলেন তিনি। এক হাতে অনবদ্য ক্যাচ নিয়ে প্যাভিলিয়নে ফেরালেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থকে (Rishabh Pant)।

রান তাড়া করতে নেমে পন্থ তখন সদ্য সেট হয়েছেন। শার্দূল ঠাকুরকে (Shardul Thakur) সঙ্গে নিয়ে দলের রানের গতি বাড়ানোর চেষ্টা করছেন। ঠিক তখনই ৩০ গজের বৃত্তের মধ্যে দাঁড়িয়ে একপ্রকার অবিশ্বাস্য ক্যাচ নিয়ে তাঁকে প্যাভিলিয়নে ফেরালেন বিরাট। ম্যাচের ১৭তম ওভারে সিরাজের বলে কভারের উপর দিয়ে বাউন্ডারি মারার চেষ্টা করেন পন্থ। ব্যাটে-বলে সঠিক সংযোগ না হলেও ভাল গতিতে বলটি বেরিয়ে যাচ্ছিল বিরাটের মাথার উপর দিয়ে। ঠিক তখনই লাফিয়ে একহাত দিয়ে ক্যাচ লুফে নেন আরসিবির সদ্যপ্রাক্তন অধিনায়ক। পন্থ সেসময় ১৭ বলে ৩৪ রান করে ব্যাট করছিলেন। বিরাটের এই ক্যাচেই ঘুরিয়ে দেয় ম্যাচের মোড়। নাহলে হয়তো শনিবার জেতা হত না আরসিবির।

[আরও পড়ুন: ‘বুড়ো’ কার্তিকের কাছে হারল দিল্লি, মরশুমে চতুর্থ জয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের]

ঘটনাচক্রে শনিবার স্টেডিয়ামে হাজির ছিলেন বিরাটের সেলিব্রিটি স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। পন্থের অবিশ্বাস্য ক্যাচ নেওয়ার পর গ্যালারিতে অনুষ্কার উদ্দেশে হাত নাড়েন বিরাট। দেখিয়ে দেন ‘ভিকট্রি’ সাইন। সঙ্গে সঙ্গে হাসি ফুটে ওঠে বিরাটপত্নীর মুখে। নিমেষে সেই মুহূর্তের ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল সাইটগুলিতে অবশ্য আরও একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সেটা হল বিরাটের বিশ্রী ব্যাটিং ফর্ম। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক আইপিএলেও একেবারেই ভাল ফর্মে নেই। শনিবার দুর্ভাগ্যজনকভাবে রান আউট হওয়ার আগে বিরাট করেছেন মাত্র ১২ রান। এদিনের ব্যর্থতার পর নেটদুনিয়ায় অস্ফুটে কোহলিকে বাদ দেওয়ার দাবিও উঠে গিয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement