Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

ছেলেকে কোলে নিয়ে লন্ডনের রাস্তায় ‘বিরাট’ ভ্রমণ, সঙ্গী অনুষ্কাও, ভিডিও ভাইরাল

পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন বিরাট কোহলি।

Virat Kohli spotted with son in London

ফাইল চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:July 18, 2024 8:25 pm
  • Updated:July 18, 2024 8:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট থেকে আপাতত ছুটি। পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন বিরাট কোহলি। বিশ্বকাপ জেতার পরে টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তার পরেই লন্ডনে গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। এবার লন্ডনের রাস্তায় পুত্র অকায়ের সঙ্গে ক্যামেরাবন্দি হলেন কিং কোহলি। ছেলেকে কোলে নিয়ে বিরাটের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

টি-২০ বিশ্বকাপ জিতে দেশে ফেরার পরে মুম্বইয়ে টিম ইন্ডিয়ার জন্য বিশাল সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল। সেই সেলিব্রেশন শেষ হওয়ার পরেই মুম্বই বিমানবন্দরে দেখা যায় বিরাটকে। জানা যায়, লন্ডনে উদ্দেশে রওনা দিয়েছেন কিং কোহলি (Virat Kohli)। কারণ কন্যা ভামিকা এবং পুত্র অকায়কে নিয়ে সেখানেই রয়েছেন কোহলিপত্নী অনুষ্কা শর্মা (Anushka Sharma)।

Advertisement

[আরও পড়ুন: শুরুতেই চমক কোচ গম্ভীরের, টি-২০তে অধিনায়ক সূর্যকুমার যাদব, ওয়ানডেতে রোহিতই

তার পরেই লন্ডনে একাধিকবার দেখা গিয়েছে বিরুষ্কা জুটিকে। বিলেতের ইস্কনের মন্দিরে বিরাট ও অনুষ্কাকে কীর্তন শুনতে দেখা যায় তাঁদের। সেই ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। সাদা পোশাকে ইস্কনের মন্দিরে যান অনুষ্কা। কোহলির পরনে ছিল কালো টি শার্ট। তবে ইস্কনের মন্দিরে তারকা দম্পতি মবড হননি। বরং ভক্তিভরে কীর্তনেই মজে ছিলেন তাঁরা। এবার পুত্রকে নিয়ে লন্ডনের রাস্তায় ঘুরতে দেখা গেল বিরাটকে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ফুলের দোকানে ছেলেকে নিয়ে গিয়েছেন তারকা দম্পতি। বিরাটের কোলেই ছিল শিশু অকায়। সেই ভিডিও ভাইরাল হতেই মুগ্ধ নেটিজেনরা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Virat Kohli Fan Page (@wrognxvirat)

[আরও পড়ুন: মোহনবাগানের পর ইস্টবেঙ্গল, সৌরভকে ‘ভারত গৌরব’ ভূষিত করার ঘোষণা লাল-হলুদের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement