Advertisement
Advertisement
Virat Kohli

‘ক্রিকেট ছাড়ার পর…’, সুনীলের অবসরের মধ্যেই ইঙ্গিতবাহী বার্তা বিরাটের

অবসর নিয়ে একাধিক পরিকল্পনা রয়েছে বিরাটের।

Virat Kohli speaks on his retirement plan

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:May 16, 2024 5:34 pm
  • Updated:May 16, 2024 7:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুনীল ছেত্রী অবসর নিয়েছেন। দেশজুড়ে সেই নিয়ে চর্চা চলছে ক্রীড়াপ্রেমীদের মধ্যে। কিংবদন্তির বিদায়ের খবরে বিষণ্ণ অনেকেই। এহেন পরিস্থিতিতে ক্রিকেট ছাড়ার কথা শোনা গেল বিরাট কোহলির (Virat Kohli) মুখেও। অবসর নেওয়ার পরে কীভাবে জীবন কাটাবেন, সেই কথা শোনা গেল কিং কোহলির মুখে।

আরসিবির একটি সাক্ষাৎকারে বিরাট জানান, ক্রিকেট ছেড়ে দেওয়ার পরে লোকচক্ষুর আড়ালে চলে যেতে চান তিনি। তাঁর কথায়, “খেলোয়াড় হিসাবে একদিন তো অবসর নিতেই হয়। সারাজীবন তো খেলে যেতে পারি না। কিন্তু কেরিয়ার শেষ হওয়ার পরে ভাবতে চাই না যে, ওইদিন এটা করলে ভালো হতো। তাই সমস্ত অসমাপ্ত কাজ শেষ করে যেতে চাই। আগামী দিনে কোনও আফশোস করব না।”

Advertisement

[আরও পড়ুন: অশান্তিকে হারিয়ে শান্তির জয়, জাতীয় চ্যাম্পিয়ন মণিপুরের মেয়েরা

একাধিকবার বিরাটের অবসর নিয়ে চর্চা হয়েছে নানা মহলে। কিন্তু বিরাট নিজে সেভাবে অবসর নিয়ে কথা বলেননি। তবে এদিন আরসিবির সাক্ষাৎকারে খোলামেলাভাবে অবসর জীবনের পরিকল্পনা জানালেন এবার। বিরাট বলেন, “ক্রিকেট ছেড়ে দিলাম, ব্যস। আমাকে আর দেখতে পাবেন না কেউ। তাই যতদিন খেলছি, নিজের সবটুকু উজাড় করে খেলতে চাই।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে আচমকা আন্তর্জাতিক কেরিয়ার থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন সুনীল। তাঁর সেই পোস্টে বিশেষ বার্তা দেন কোহলিও। ভারতীয় ক্রীড়াদুনিয়ার দুই মহাতারকার সখ্যের কথা কারও অজানা নয়। ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি বন্ধুর পথেই হাঁটতে চলেছেন বিরাট? খুব তাড়াতাড়ি কি অবসর নেবেন তিনিও? জল্পনা তুঙ্গে।

[আরও পড়ুন: ‘আরও দুবছর খেলে দিতে পারে’, ধোনির ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য চেন্নাই কোচের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement