Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli on Sunil Chhetri

‘তোমার জন্য গর্বিত’, সুনীলের অবসরে বিশেষ বার্তা বন্ধু বিরাটের

আগামী ৬ জুন জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলবেন সুনীল ছেত্রী।

Virat Kohli shares special note on Sunil Chhetri retirement
Published by: Anwesha Adhikary
  • Posted:May 16, 2024 11:10 am
  • Updated:May 16, 2024 2:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রীড়াজগতের দুই নক্ষত্র। মাঠের বাইরেও তাঁরা ভালো বন্ধু। সেই সুনীল ছেত্রীর (Sunil Chhetri) অবসরের ঘোষণায় আবেগঘন প্রতিক্রিয়া দিলেন বিরাট কোহলি। ইনস্টাগ্রামে লিখলেন, “তুমি আমার ভাই। তোমার জন্য আমি গর্বিত সুনীল।” উল্লেখ্য, বৃহস্পতিবারই অবসর ঘোষণা করেন ভারতের ফুটবল কিংবদন্তি। 

বিরাট কোহলি (Virat Kohli) ও সুনীল ছেত্রী। গত এক দশকে ভারতের ক্রীড়ামহলের সম্ভবত সবচেয়ে উজ্জ্বল দুই নক্ষত্র। দর্শকদের ভালোবাসা হোক বা ক্রীড়া সমালোচকদের সার্টিফিকেট- সবই পেয়েছেন দুই তারকা। তবে খেলার দুনিয়ার বাইরেও দারুণ বন্ধুত্ব রয়েছে দুই তারকার মধ্যে। বেঙ্গালুরুর দলের হয়ে আইপিএল-আইএসএল খেলেন তাঁরা। সেই সূত্রেও বেড়েছে দুই তারকার সখ্য। বেশ কয়েকবার একসঙ্গে আড্ডা দিতেও দেখা গিয়েছে তাঁদের। 

Advertisement

[আরও পড়ুন: Exclusive: ‘এমন প্রতিভা বারবার আসে না’, সুনীলের অবসরে আবেগঘন দুই গুরু

বৃহস্পতিবার আচমকাই অবসর ঘোষণা করেন সুনীল। যদিও বেশ কয়েকদিন ধরেই তাঁর অবসর নিয়ে আলোচনা চলছিল। সুনীল জানান, আগামী ৬ জুন কলকাতায় কুয়েতের বিরুদ্ধে ম্যাচ খেলেই নীল জার্সিকে বিদায় জানাবেন তিনি। ইনস্টাগ্রামে এই ঘোষণার পরেই একের পর এক কমেন্ট আসতে থাকে সুনীলের পোস্টে। তার মধ্যেই নজর কাড়ে বিরাটের বার্তা। বর্ণময় আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানতে চলা বন্ধুকে কিং কোহলির বার্তা, “ভাই আমার, গর্বিত তোমার জন্য।” কেবল বিরাট নন, তাঁর আইপিএল দল আরসিবির তরফেও সুনীলের অবসর নিয়ে বিশেষ বার্তা দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: ফুটবলকে বিদায় কিংবদন্তি সুনীল ছেত্রীর, ৬ জুন কলকাতায় খেলবেন শেষ ম্যাচ!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement