Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

পিঙ্ক বল টেস্টের আগেই বিরাটের চোট! অ্যাডিলেডে খেলতে পারবেন কিং কোহলি?

অনুশীলনে বিরাটের পায়ে ব্যান্ডেজ দেখা গিয়েছে।

BGT 2024-25: Virat Kohli seen with bandage on knee before Adelaide test

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:December 3, 2024 4:10 pm
  • Updated:December 3, 2024 4:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাডিলেড টেস্টের আগে চোট আতঙ্ক ভারতীয় দলে? মঙ্গলবার অনুশীলনে দেখা গেল, বিরাট কোহলির (Virat Kohli) হাঁটুতে ব্যান্ডেজ বাঁধা হচ্ছে। তার পর থেকেই জল্পনা, তাহলে কি চোট পেলেন তারকা ব্যাটার? অ্যাডিলেড টেস্টে (BGT 2024-25) নামতে কি বিরাটের সমস্যা হবে? উঠছে সেই প্রশ্নও।

মঙ্গলবার অ্যাডিলেডে ভারতের প্রথম অনুশীলন ছিল। স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় অনুশীলনে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেটারদের। শুভমান গিলের সঙ্গে অনুশীলনে যান কোহলিও। ব্যাটিং শেষে হঠাৎ দেখা যায়, দলের ফিজিও এসে বিরাটের হাঁটুতে ব্যান্ডেজ বাঁধছেন। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়ায় ক্রিকেটমহলে। তবে পরে দেখা যায়, হাঁটুতে ব্যান্ডেজ থাকলেও স্বাভাবিকভাবেই চলা ফেরা করছেন বিরাট।

Advertisement

উল্লেখ্য, পারথে সেঞ্চুরি করেছিলেন বিরাট। কিন্তু ক্যানবেরায় অজি প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তিনি ব্যাট করতে নামেননি। প্রস্তুতি ম্যাচে কেন নামলেন না কিং কোহলি, সেই নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও ম্যাচ শুরুর আগে নেটে জশপ্রীত বুমরাহর সঙ্গে অনুশীলন করতে দেখা যায় তাঁকে। এবার অনুশীলনে বিরাটের হাঁটুতে ব্যান্ডেজ দেখে ক্রিকেটমহলে প্রশ্ন, তাহলে কি চোটের সমস্যা রয়েছে কোহলির? অ্যাডিলেড টেস্টে কি সম্পূর্ণ ফিট হয়ে নামতে পারবেন তিনি?

অন্যদিকে, অ্যাডিলেড টেস্টের আগে অজি শিবিরে চিন্তা বাড়ালেন স্টিভ স্মিথ। মঙ্গলবার অনুশীলন করতে গিয়ে হাতে চোট পেলেন তিনি। মার্নাস লাবুশেনের থেকে থ্রোডাউন নেওয়ার সময়ে আঙুলে এসে বল লাগে। তবে চোট সেরকম গুরুতর নয় বলেই জানা গিয়েছে। পাশাপাশি, বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টের আগে নিজেকে অনুশীলনে ডুবিয়ে রেখেছেন রোহিত শর্মা। অ্যাডিলেডে প্রথম প্র্যাক্টিসের দিনই এক ঘণ্টা আগে নেটে পৌঁছে গিয়েছেন ভারত অধিনায়ক। দুদফায় ব্যাট করতে দেখা গিয়েছে তাঁকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement