Advertisement
Advertisement
চারুলতা

বয়সকে হার মানাল আবেগ, এজবাস্টনে ভারতীয়দের মন কাড়লেন ৮৭ বছরের চারুলতা

ম্যাচ শেষে চারুলতা দেবীর আশীর্বাদ নিলেন কোহলি-রোহিত, দেখুন ভিডিও।

Virat Kohli seeks blessings from elderly fan Charulata Patel
Published by: Subhajit Mandal
  • Posted:July 3, 2019 11:05 am
  • Updated:July 3, 2019 11:05 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তণ্বী নন, তবে মোহময়ী। আবেগের আতিশয্য নেই, তবে স্নেহের প্রলেপ আছে। বয়স আশির গণ্ডি পেরিয়েছে অনেক আগেই, তবু তিনি যুবতী। কথা হচ্ছে ৮৭ বছরের, চারুলতা প্যাটেলের। এজবাস্টনে রোহিত-বুমরাহরা যখন বাংলাদেশ বধে ব্যস্ত তখন গ্যালারিতে বসে গোটা দেশের মন কাড়লেন ৮৭-র এই ‘যুবতী’।

[আরও পড়ুন:‘ডাবর’-এর বিজ্ঞাপনে বাঙালিকে অপমান! জোর বিতর্ক নেটদুনিয়ায়]

ম্যাচ চলাকালীন বারবারই তাঁকে দেখা গিয়েছে টিভির পর্দায়। কখনও দম নিয়ে ভেপু বাজাচ্ছেন, তো কখনও রোহিত শর্মার সেঞ্চুরির পর হাত নেড়ে তাঁকে সংবর্ধনা জানাচ্ছেন। গোটা ম্যাচে যেভাবে তিনি টিম ইন্ডিয়াকে চিয়ার করলেন তা হয়তো অনেক তরুণীও পারবেন না। দেখে মনে হচ্ছিল, এজবাস্টনের মাঠে বিরাটদের সমর্থনে গিয়ে যেন হৃত যৌবন ফিরে পেয়েছেন চারুলতা দেবী। কে বলবে, এই মহিলার বয়স ৮৭ বছর! গোটা ম্যাচে অনেকবারই তাঁকে দেখা গিয়েছে টিভির পর্দায়। যখনই তাঁকে দেখা গিয়েছে, তখনই তিনি স্বমহিমায়, সাবলীল। মন ভরিয়ে দেওয়ার মতো তাঁর এনার্জি। যা রাতারাতি সোশ্যাল মিডিয়ায় সেনসেশন বানিয়ে দিয়েছে ৮৭ বছরের চারুলতাকে। ভারতবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।

Advertisement

গোটা ম্যাচ দলকে চিয়ার করার পুরস্কারও অবশ্য পেয়েছেন। যাকে তিনি নিজেই ব্যাখ্যা করেছেন স্বপ্নপূরণ হিসেবে। কী সেই পুরস্কার? ম্যাচের শেষে দেখা যায়, ড্রেসিং রুমে ফেরার সময় তাঁর কাছে গিয়ে হাজির কোহলি। হুইল চেয়ারে বসে থাকা চারুলতার পায়ের কাছে বসে কথা বললেন। দেখা গেল, চারুলতা কোহলির মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন, গালে হাত বুলিয়ে দিলেন। একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিলেন তাঁরা। কোহলির গালে চুমু খেয়ে তাঁকে আদরও করলেন চারুলতা। অবশ্য শুধু বিরাট নন, বাংলাদেশ ম্যাচের নায়ক তথা ম্যান অব দ্য ম্যাচ রোহিতও তাঁর কাছে গিয়ে আআশীর্বাদ নিয়ে এসেছেন। পরে বিরাট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেও চারুলতা দেবীকে ধন্যবাদ জানান ভারতকে সমর্থন করার জন্য।

[আরও পড়ুন: ব্যাটে-বলে দুর্দান্ত টিম ইন্ডিয়া, বাংলার বাঘ বধ করে বিশ্বকাপের শেষ চারে কোহলিরা]

এদিন আরও একটি কাজ করেছেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক। ব্যাট করার সময় তাঁর মারা ছক্কায় আঘাত পেয়েছিলেন এক তরুণী। ম্যাচ শেষে নিজের অটোগ্রাফ দেওয়া একটি টুপি উপহার দেন রোহিত।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement