Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

আইপিএল পছন্দের টুর্নামেন্ট কেন, কারণ জানালেন কোহলি

আইপিএল প্রসঙ্গে কী বলছেন বিরাট?

Virat Kohli says he is love to play IPL

বিরাট কোহলি। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:March 9, 2024 9:43 am
  • Updated:March 13, 2024 12:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL) তাঁর পছন্দের টুর্নামেন্ট। খেলেছেন আইসিসির টুর্নামেন্টেও। কিন্তু আইপিএল ও অন্য়ান্য টুর্নামেন্টের মধ্যে পার্থক্য় রয়েছে। দীর্ঘদিন ধরে খেলার ফলে সেই মূলগত পার্থক্য  খুঁজে পেয়েছেন তিনি।
কে তিনি? তিনি বিরাট কোহলি (Virat Kohli)। তারকা ক্রিকেটার জানিয়ে দিয়েছেন, আইপিএলের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্ক খুব সহজেই তৈরি হয়। আইপিএলে যেভাবে যোগাযোগ তৈরি করা যায়, তা অন্য কোনও টুর্নামেন্টে সম্ভবই নয়। 
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে নেই বিরাট কোহলি। আইপিএলের শুরু থেকেই তিনি খেলবেন, এমনই প্রত্যাশা সমর্থকদের। 
খেলা বিষয়ক একটি চ্যানেলকে কোহলি বলেছেন, ”আইপিএল আমার খুব পছন্দের একটি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে নতুন নতুন বন্ধুত্ব তৈরি হয়, বিদেশি ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ হয়, তার গুরুত্বই অন্যধরনের। অন্য কোনও টুর্নামেন্টে এমন বোঝাপড়া বা যোগাযোগ তৈরি করা সম্ভব নয়। এমন সব ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ তৈরি হয়, যাঁদের সঙ্গে সচরাচর দেখাই হয় না।” 

 

Advertisement

[আরও পড়ুন: চাপের কাছে নতিস্বীকার ইস্টবেঙ্গলের? ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটল ডার্বির টিকিট বৈষম্য]
আইসিসি টুর্নামেন্টে কিন্তু এভাবে যোগাযোগ তৈরি করা সম্ভবই নয়। খেলোয়াড় ও দর্শকদের মধ্যে যোগাযোগ খুব কম হয়। কোহলি বলেছেন, ”আইসিসি বা অন্যান্য প্রতিযোগিতায় ভিন্ন ভিন্ন দেশ খেলে। আইসিসি প্রতিযোগিতা প্রায়শই হয়। এই ধরনের টুর্নামেন্টে এক দেশের ক্রিকেটারদের সঙ্গে অন্য়ান্য় দেশের খেলোয়াড়দের যোগাযোগের সুযোগ কমে যায়। কিন্তু আইপিএল একেবারেই অন্যরকমের টুর্নামেন্ট। অন্য দলের খেলোয়াড়দের সঙ্গে প্রতি দুই বা তিন দিন অন্তর দেখা হয়। এখানেই আইপিএলের বিশেষত্ব। ভিন্ন পরিবেশে খেলা হয়, খেলোয়াড়রা দৃঢ়প্রতিজ্ঞ হয়ে খেলতে নামে। খেলতে নেমে দারুণ কিছু মুহূর্ত তৈরি হয়।” 

[আরও পড়ুন: ‘সুপার কাপের হারকে হিসাবে ধরছি না’, ডার্বির আগে হুঙ্কার কাউকোর ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement