Advertisement
Advertisement

Breaking News

হাঁটুর বয়সি কনস্টাসকে ইচ্ছাকৃত ধাক্কা! কোহলি কি শাস্তির মুখে?

কনস্টাসের দাপুটে ইনিংসের জোরেই সব ঠিক থাকলে প্রথম ইনিংসে বিরাট স্কোরের দিকে এগোচ্ছে অস্ট্রেলিয়া। 

Virat Kohli-Sam Konstas get into fiery exchange after mid-pitch bump
Published by: Subhajit Mandal
  • Posted:December 26, 2024 9:02 am
  • Updated:December 26, 2024 1:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরাজ-হেড পর্বের পর বর্ডার-গাভাসকর ট্রফির উত্তাপে নয়া সংযোজন। এবার হাঁটুর বয়সি অজি তারকার সঙ্গে বিতণ্ডায় জড়ালেন বিরাট কোহলি। বক্সিং ডে টেস্টের প্রথম দিনের প্রথম ঘণ্টাতেই বিবাদ দুই ক্রিকেটারের মধ্যে। যার জেরে এবার শাস্তির মুখেও পড়তে পারেন কিং কোহলি।

আসলে অস্ট্রেলিয়ার তরুণ এই ব্যাটার মেলবোর্নে শুরুটা দারুন করেছিলেন। যে জসপ্রীত বুমরাহ গোটা সিরিজে অজিদের ত্রাস হয়ে উঠেছেন ১৯ বছর বয়সি কনস্টাস সোজা পালটা আক্রমণ করলেন সেই বুমরাহকেই। যার ফলে শুরুতেই তছনছ হয়ে গেল ভারতীয় বোলিং। কনস্টাস যখন আগুন ফর্মে তখন কোহলির বিরুদ্ধে অভিযোগ উঠল তাঁকে ইচ্ছাকৃত ধাক্কা মারার।

Advertisement

ঘটনাটি ঘটেছে ১০ ওভারের পর। ওভার শেষে ক্রিজের এপার থেকে ওপারে যাচ্ছিলেন কোহলি। দুই অজি ব্যাটারও আসছিলেন নিজেদের মধ্যে কথা বলতে। দু’জনের কাঁধে ধাক্কাধাক্কি হয়। কনস্টাসের বিষয়টি পছন্দ হয়নি। তিনি কোহলিকে কিছু একটা বলেন।পালটা কোহলি কড়া জবাব দেন তাঁকে। যদিও আর এক ব্যাটার উসমান খোয়াজা এবং আম্পায়ারদের হস্তক্ষেপে বিষয়টি বেশিদুর এগোয়নি। ভিডিও দেখে মনে হয়েছে, কোহলি যেন ইচ্ছাকৃতভাবেই ধাক্কা দিয়েছেন অজি ব্যাটারকে। যা আইসিসির রুল ২.১২ অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট যদি মনে করেন বিরাট ইচ্ছাকৃতভাবে কনস্টাসকে ধাক্কা দিয়েছেন, তাহলে তিনি কোহলিকে শাস্তি দিতেই পারেন।

আসলে কনস্টাস এদিন শুরুটা যেভাবে করেছেন তাতে বিরাটের তাঁর উপর রাগ হওয়াটা স্বাভাবিক। বুমরাহ-সহ গোটা ভারতীয় বোলিং লাইন-আপকে বেধড়ক পেটালেন তিনি। হাফ সেঞ্চুরি করলেন মাত্র ৫২ বলে। যা অভিষেক ম্যাচে অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয় দ্রুততম অর্ধশতরান। দিনের প্রথম সেশনে বুমরাহ প্রায় ৫ রান করে দিলেন ওভারে। ফ্লিক থেকে শুরু করে রিভার্স সুইপ সবই করলেন এই তরুণ অজি ব্যাটার। অন্যদিকে ধৈর্য ধরে ভালো ইনিংস খেলে গেলেন উসমান খোয়াজা। যার ফলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্দান্ত জায়গায় অস্ট্রেলিয়া। সব ঠিক থাকলে প্রথম ইনিংসে বিরাট স্কোরের দিকে এগোচ্ছে অস্ট্রেলিয়া। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement