Advertisement
Advertisement

দুর্দান্ত যুগলবন্দিতে শচীন-সৌরভদের রেকর্ড ভাঙলেন বিরাট-রোহিত

একগুচ্ছ নয়া রেকর্ডের মালিক হলেন দুই তারকা।

Virat Kohli-Rohit Sharma break Sachin Tendulkar's record
Published by: Sulaya Singha
  • Posted:October 22, 2018 3:18 pm
  • Updated:October 22, 2018 5:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এককালে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং শচীন তেণ্ডুলকরের পার্টনারশিপ দেখার অপেক্ষায় থাকতেন ক্রিকেটপ্রেমীরা। সময়ের সঙ্গে পালটে গিয়েছে দুটি মুখ। কিন্তু দেশের জার্সি গায়ে চাপিয়ে সেই জৌলুসকে ফিকে হতে দেননি বিরাট কোহলি ও রোহিত শর্মা। রবি-রাতে আরও একবার নজর কেড়েছে তাঁদের যুগলবন্দি। দুর্দান্ত পারফর্ম করে শুধু যে দলকে জিতিয়েছেন তাঁরা তাই নয়, সঙ্গে গড়েছেন একাধিক রেকর্ড।

[ইতিহাস এবার পর্দায়, ‘শতবর্ষের ইস্টবেঙ্গল’-এর পরিচালনায় গৌতম ঘোষ]

এশিয়া কাপে ছিলেন বিশ্রামে। ফিরেই বাজিমাত। গুয়াহাটিতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৩৬ তম ওয়ানডে শতরান ঝুলিতে ভরেন কোহলি। আর সেই সঙ্গে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ৬০টি সেঞ্চুরির মালিক হয়ে গেলেন তিনি। ৩৮৬ টি ইনিংস খেলে এই কৃতিত্ব অর্জন করলেন ক্যাপ্টেন এবং ভাঙলেন মাস্টার ব্লাস্টারের রেকর্ড। শচীনের থেকে ৪০টি ইনিংস কম খেলে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে এই মাইলস্টোন ছুঁলেন তিনি। শুধু তাই নয়, ওয়ানডে-তে রান তাড়া করতে নেমে ২২ তম শতরান করলেন কিং-কোহলি। এছাড়া অধিনায়ক হিসেবে ১৪টি সেঞ্চুরি হয়ে গেল তাঁর। এই নিরিখে একমাত্র অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের থেকেই পিছিয়ে তিনি। ২২টি শতরান রয়েছে তাঁর। চলতি বছর এই নিয়ে চারটি শতরান করে ফেললেন বিরাট। একদিনের ম্যাচে ১০ হাজার রানের থেকে আর মাত্র ৮১ রান দূরে তারকা ব্যাটসম্যান।

Advertisement

ভারতীয় দলের রাম যদি হন কোহলি তবে রবিবার তাঁর দোসর হয়েছিলেন লক্ষ্মণ রোহিত। চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে-তে ২০তম সেঞ্চুরি হাঁকালেন তিনি। এতদিন এই রেকর্ড ছিল শচীন, সৌরভ এবং কোহলির। এর পাশাপাশি ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ১৫২ রানে অপরাজিত থেকে ইতিহাস গড়লেন তিনি। বিশ্বে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি  ১৫০-র চেয়ে বেশি রানের মালিক হয়ে গেলেন তিনি। টপকে গেলেন পাঁচটি ১৫০-র বেশি রানের অধিকারী শচীন, ডেভিড ওয়ার্নার এবং গেইলকে। এখানেই শেষ নয়, ওয়ানডে-তে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকায় ভারতীয়দের মধ্যে শীর্ষে উঠে এলেন রোহিত। ১৯৪টি ওভার বাউন্ডারি মেরে টপকে গেলে শচীন (১৯২), সৌরভ (১৯০)-কে ।

বিরাট ও রোহিতের ব্যাটিং দেখে কে বলবে ৩২২ রানের পাহাড় প্রমাণ লক্ষ্যের জন্য খেলছেন। বরং তাঁদের দাপটের সামনে একপ্রকার আত্মসমর্পণই করলেন ক্যারিবিয়ান বোলাররা। তাক লাগানো ২৪৬ রানের পার্টনারশিপ গড়েন তাঁরা। সর্বোচ্চ ২৫২ রানের পার্টনারশিপ গড়েছিলেন শেন ওয়াটসন এবং রিকি পন্টিং।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement