Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

‘আমাকে কখনও স্ট্রাগল করতে হয়নি, ওদের লড়াইটা দেখুন’, বিরাটের মুখে কাদের কথা?

নিজেকে 'প্রিভিলেজড' বলেও দাবি করলেন বেঙ্গালুরু তারকা।

Virat Kohli reveals there were no struggle in his journey

বিরাট কোহলি।

Published by: Arpan Das
  • Posted:April 21, 2024 4:23 pm
  • Updated:April 21, 2024 4:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু উঠতি ক্রিকেটারের অনুপ্রেরণা তিনি। ব্যাট হাতে বিরাট কোহলি (Virat Kohli) ক্রিকেটবিশ্ব শাসন করেন। একদিনে এই সাফল্য অর্জন করেননি। তার পিছনে আছে দীর্ঘ লড়াই আর পরিশ্রম। যদিও তিনি নিজে মনে করেন তাঁকে কোনওদিন স্ট্রাগল করতে হয়নি। বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) তারকার কাছে স্ট্রাগলের সংজ্ঞা অন্যরকম।

হঠাৎ এরকম কথা কেন মনে হল বিরাটের? যিনি বাবা মারা যাওয়ার পরেও ক্রিকেট মাঠ ছেড়ে যাননি। যিনি ৩৫ বছর বয়সেও ঘণ্টার পর ঘণ্টা জিমে পরিশ্রম করেন। অথচ নিজের সম্বন্ধে ‘স্ট্রাগল’ আর ‘স্যাক্রিফাইস’ শব্দটি ব্যবহার করতে রাজি নন বিরাট। আইপিএলের (IPL 2024) মাঝেই একটি সাক্ষাৎকারে নিজের জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন ভারতীয় ব্যাটার। সেখানে তিনি বলেন, “সত্যি কথা বলতে, আমি নিজের জন্য স্ট্রাগল আর স্যাক্রিফাইস শব্দগুলো ব্যবহার করতে রাজি নই। আমার জীবনে এগুলো নেই।”

Advertisement

[আরও পড়ুন: রোহিতের আপত্তির জের, ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম বদলের ভাবনা বিসিসিআইয়ের]

তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন কারা প্রকৃত জীবনযুদ্ধে লড়ছেন। বিরাটের সংযোজন, “লড়াই তারাই করছে, যাদের দিনে দুবেলা খাবার জোটে না। আমাদের কোনও লড়াই নেই। কারণ আমরা যেটা ভালোবাসি, সেটাই করছি। নিজের পরিশ্রমকে তুমি জীবনযুদ্ধ বলে দেখাতেই পারো। তোমাকে কেউ বলছে না জিমে যাওয়ার জন্য। কিন্তু পরিবারের দায়িত্বও তো নিতেই হয়, তাই না।” সাক্ষাৎকারে নিজের জীবনদর্শন পরিষ্কার করেই জানান ভারতীয় ব্যাটার। একই সঙ্গে নিজেকে ‘প্রিভিলেজড’ বলেও দাবি করেন তিনি।

দীর্ঘ ১৬ বছরের ক্রিকেট জীবনে অনেক উত্থান-পতনের সাক্ষী থেকেছেন বিরাট। ফর্ম খারাপ থাকার সময় সমালোচনা হজম করতে হয়েছে। আবার সেখান থেকে রানের পাহাড়ে কামব্যাকও করেছেন তিনি। মাঠে চিরকালই আগ্রাসী মেজাজের জন্য পরিচিত প্রাক্তন ভারত অধিনায়ক। প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করতেই ভালোবাসেন। যদিও নিজের সংগ্রামকে মহৎ করে দেখাতে রাজি নন বিরাট। তাঁর বিনয় ও জীবনদর্শন বহু মানুষের ভালোবাসা কুড়িয়ে নিয়েছে।

[আরও পড়ুন: ‘ক্রিকেট মানেই ধোনি’, আবেগঘন পোস্টে মাহি মুগ্ধতার কথা জানালেন শিবম দুবের স্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement