Advertisement
Advertisement
বিরাট কোহলি

তৃতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বোলারকে ধাক্কা, আইসিসির শাস্তির মুখে বিরাট!

কোহলিকে সতর্কও করেছে আইসিসি।

Virat Kohli reprimanded after physical contact with South Africa bowler
Published by: Subhajit Mandal
  • Posted:September 23, 2019 8:09 pm
  • Updated:September 23, 2019 8:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ক্রিকেট মাঠে অভব্য আচরণের শাস্তি পেলেন বিরাট কোহলি। ২০১৬ সালের পর এই নিয়ে তৃতীয়বার শাস্তিযোগ্য অপরাধ করলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। যার শাস্তি হিসেবে বিরাটের নামের পাশে ১ ডিমেরিট পয়েন্ট জুড়ে দেওয়া হল। এই নিয়ে তৃতীয়বার ডিমেরিট পয়েন্ট পেলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। আর একবার এই ধরনের অপরাধ করলেই ২ ম্যাচের জন্য নির্বাসিত হতে হবে তাঁকে। পাশাপাশি, বিরাটকে সতর্কও করা হয়েছে আইসিসির তরফে।

[আরও পড়ুন: কোহলিকে নকল করে ছবি পোস্ট, নেটদুনিয়ায় হাসির খোরাক পাক ক্রিকেটার ]


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-২০ চলাকালীন ক্যারিবিয়ান বোলার হেনড্রিকসকে ধাক্কা মারার অভিযোগ ওঠে বিরাটের বিরুদ্ধে। রান নেওয়ার সময় কোহলির সঙ্গে ধাক্কা লাগে হেনড্রিকসের। আইসিসি সেই ধাক্কাকে ইচ্ছাকৃত বলে মনে করছে। আইসিসির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, কোহলি ক্রিকেট আইনের ২.১২ ধারা লঙ্ঘন করেছেন। কোনও ক্রিকেটার বা সাপোর্ট স্টাফ বা আম্পায়ারকে খেলা চলাকালীন যদি এমনভাবে ধাক্কা দেওয়া হয় যা যথার্থ নয়, তাহলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। কোহলিও তেমনভাবেই ধাক্কা দিয়েছেন হেনড্রিকসকে। এর ফলে কোহলিকে এক ডিমেরিট পয়েন্ট উপহার দেওয়া হয়েছে। যদিও, ম্যাচ ফি থেকে কোনও জরিমানা করা হয়নি।

Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশ সফরেও ছুটিতে ধোনি! আরও বাড়ছে অবসর জল্পনা ]

আইসিসির নিয়ম অনুযায়ী কোনও ক্রিকেটার ২ বছরের মধ্য চারটি ডিমেরিট পয়েন্ট পেলে তাঁকে ২ ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়। কোহলি ২০১৮ সালের পর ইতিমধ্যেই ৩টি ডিমেরিট পয়েন্ট পেয়ে গিয়েছেন।  ২০১৬ সালে আইসিসির আইনে কিছু পরিবর্তন ঘটানো হয়। তখনই এই বিশেষ নিয়মটি অন্তর্ভূক্ত হয়েছিল।  ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলাকালীন ১ ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন ভারত অধিনায়ক। দ্বিতীয় ডিমেরিট পয়েন্টটি তিনি পান বিশ্বকাপে। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে। সেই ম্যাচে আইসিসির কোড অফ কনডাক্টের লেভেল ওয়ান অপরাধে দোষী সাব্যস্ত করা হয় তাঁকে। সেই ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছিলেন বিরাট। কোহলির এই একের পর এক নিয়ম ভাঙার প্রবণতা মোটেই ভালভাবে দেখছে না ক্রিকেট মহল। অনেকেই বলছেন, ভাল অধিনায়ক হতে গেলে কোহলিকে নিজেরে আগ্রাসনের উপর নিয়ন্ত্রণ আনতে হবে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement