সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহেন্দ্র সিং ধোনি যদি হন ‘ক্যাপ্টেন কুল’, তবে বিরাট কোহলিকে বলাই যায় আগ্রাসন ও স্কিলের মিশেল৷ সেই কারণেই ধোনি পরবর্তী জমানায় ভারতীয় ক্রিকেট দলের যোগ্য অধিনায়ক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছেন কোহলি৷ একথা তাঁর চরম শত্রুও স্বীকার করে নেন৷ কিন্তু অধিনায়ক মানে তো কেবল ময়দান ও ড্রেসিংরুমের বিভিন্ন দায়িত্ব সামলানো নয়৷ অধিনায়কের কাজ মাঠের বাইরে দলের ও দেশের সম্মান রক্ষা করাও৷ একথাটা খুব ভাল করেই জানেন মহিলাদের ‘হার্টথ্রব’ কোহলি৷ তাই তো ভারতীয় খেলোয়াড়দের স্কিল নিয়ে প্রশ্ন করায় এবং অন্যান্য দেশের খেলোয়াড়দের সঙ্গে তুলনা টেনে ভারতীয় খেলোয়াড়দের অপমান করায় এক ফ্যানকে মোক্ষম জবাব দিলেন তিনি৷
[দীপাবলিতে রোহিতের ব্যাটে ফুলঝুরি, টি-টোয়েন্টি সিরিজ জয় ভারতের]
আমরা ভারতবাসী৷ এই দেশ আমাদের কাছে মায়ের সমান৷ মায়ের অপমান যেমন কোনও ছেলেই সহ্য করতে পারেন না, তেমনই দেশের অপমানও সহ্য করার প্রশ্নই ওঠে না৷ গায়ে দেশের পতাকাচিহ্নিত জার্সি পরা যেকোনও খেলোয়াড়ের কাছেই একটা গর্বের বিষয়৷ পাশাপাশি এটাও সত্যি যে, সমালোচনা হবেই৷ কিন্তু সমালোচনারও একটা সীমা রয়েছে৷ সেই সীমাটাই হয়তো ভুলে গিয়েছিলেন বিরাটের ওই ফ্যান বা অনুরাগী৷ সোশ্যাল মিডিয়ায় বিরাটের খেলার কৌশল নিয়ে প্রশ্ন তোলেন তিনি৷ সরাসরি বলেন তিনি একদমই বিরাট ও ভারতীয় দলের অন্যান্য প্লেয়ারদের খেলার কৌশল ভালবাসেন না৷ এই পর্যন্ত তাও সমালোচনা হিসাবে ধরে নেওয়া যায়৷ কিন্তু এরপরেই বিতর্কিত ভাবে ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের তুলনা টানেন তিনি৷ বলেন, ভারতীয়দের তুলনায় অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের কৌশল তাঁর অনেক বেশি পছন্দ৷
[দিওয়ালির উপহার, আজই সিরিজ জয় নিশ্চিত করতে চান রোহিতরা]
এরপরেই বিরাটের আক্রমণের মুখে পড়তে হয় ওই অনুরাগীকে৷ সরাসরি তাঁকে দেশ ছাড়ার পরামর্শ দেন বিরাট৷ বলেন, ”ভারতের তুলনায় বিদেশি খেলোয়াড়দের কৌশল বেশি পছন্দ হলে, তুমি অবশ্যই এই দেশ ছেড়ে পছন্দের দেশে গিয়ে বসবাস করতে শুরু কর৷” বিয়ের পর এই প্রথম জন্মদিন পালন করলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা৷ সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত আবেগের প্রকাশ খুব বেশি ঘটে না অনুষ্কার৷ কিন্তু জন্মদিনে স্বামীকে আবেগপ্রবণ শুভেচ্ছা জানান অনুষ্কা৷ এই শুভদিনে আবেগঘন পোস্ট করেন তিনি৷ স্বামীকে জড়িয়ে ধরে একটি ছবি পোস্ট করেন অনুষ্কা৷ তিনি লিখেন, Thank God for his birth…অর্থাৎ ঈশ্বরকে অনেক ধন্যবাদ এই দিনটার জন্য৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.