Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

‘ফাইনালের আগে আত্মবিশ্বাসী ছিলাম না’, প্রধানমন্ত্রী মোদির কাছে ফাঁস কোহলির

কোহলির থেকে ফর্মের উত্থান-পতনের সঙ্গে লড়াইয়ের গল্প জানতে চান মোদি।

Virat Kohli recalled the backing from Rohit and Dravid during a lean phase in front of Narendra Modi

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরাট কোহলি। ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:July 5, 2024 6:50 pm
  • Updated:July 5, 2024 7:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) চ্যাম্পিয়ন ভারতীয় দলের সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বৃহস্পতিবার প্রায় ঘণ্টাখানেক মোদির বাসভবনে ছিল ভারতীয় দল। সেখানে গোটা দলের সঙ্গে কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। প্রকাশ্যে এসেছে সেই আলাপচারিতার ভিডিও। সেখানে প্রত্যেক ক্রিকেটারকেই বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করেন প্রধানমন্ত্রী।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো ফর্মে ছিলেন না বিরাট কোহলি (Virat Kohli)। রোহিতের সঙ্গে ওপেনিংয়ে নেমে ফাইনালের আগে পর্যন্ত বড় রানের ইনিংস খেলতে পারেননি তিনি। যদিও ফাইনালে জ্বলে উঠেছিল কিং কোহলির ব্যাট। গুরুত্বপূর্ণ সময়ে ৫৯ বলে ৭৬ রান করেন তিনি। ফাইনালের সেরাও হন। সেই প্রসঙ্গে মোদির জানতে চান বিরাটের কাছে, “উত্থান-পতনের সঙ্গে লড়াইটা কেমন ছিল?”

Advertisement

[আরও পড়ুন: বিশ্বজয়ের পর অবসর, রোহিত-বিরাটের জার্সি তুলে রাখার অনুরোধ প্রাক্তন তারকার]

উত্তরে প্রথমেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান কোহলি। তিনি বলেন, “আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। এই দিনটা আমি আজীবন মনে রাখব। একটা সময় আমি রাহুল দ্রাবিড়কে বলছিলাম, আমি নিজের আর দলের প্রতি সুবিচার করছি না। কিন্তু তিনি বিশ্বাস দিয়েছিলেন যে, ঠিক সময়ে আমি জ্বলে উঠব।”

আর ফাইনালের দিন? যখন সমগ্র ভারতবর্ষ অপেক্ষা করেছিল বিশ্বজয়ের। সেই ম্যাচে নামার আগে কীরকম ছিল বিরাটের মনের অবস্থা? তিনি জানান, “আমরা যখন ফাইনালের দিন ব্যাট করতে যাচ্ছিলাম, তখন রোহিতকে বলি যে, একেবারে আত্মবিশ্বাস পাচ্ছি না। কিন্তু প্রথম কয়েকটা বল খেলার পরই রোহিতকে বলি, এটাই খেলার মজা। একদিন এরকম আসবে, যখন কোনও রানই করতে পারব না। কিন্তু অন্যদিন মনে হবে সব একসঙ্গে পাচ্ছি।”

[আরও পড়ুন: টি-টোয়েন্টি ফরম্যাট থেকে কি এবার অবসর? কেরিয়ার নিয়ে বড় আপডেট দিলেন বুমরাহ]

সেই সঙ্গে বিরাটের সংযোজন, “যখন উইকেট পড়ছিল, তখন দলের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছিলাম। আমি প্রচণ্ড একাগ্র ছিলাম। আর তার পরই মনে হয়, যা হওয়ার তা হবেই। এটা আমার আর দলের জন্য হওয়ারই ছিল। এমনকী শেষের দিকে ম্যাচ যখন উত্তেজক হয়ে গিয়েছিল, তখনও চাইছিলাম, প্রতিটা মুহূর্ত আমরা উপভোগ করছিলাম।” আর সেটাই জয় এনে দিয়েছে টিম ইন্ডিয়ার জন্য। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement