ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন। তারপরেই আইসিসি র্যাঙ্কিংয়েও প্রথম পাঁচে উঠে এলেন বিরাট কোহলি। অন্যদিকে ক্রমতালিকার শীর্ষে নিজের জায়গা আরও পাকা করে নিলেন শুভমান গিল। সবমিলিয়ে, আইসিসি র্যাঙ্কিংয়ের প্রথম ১৫ তে আপাতত পাঁচজন ভারতীয় রয়েছেন।
পাকিস্তান ম্যাচের আগেও কোহলিকে সমালোচনায় বিদ্ধ করা হচ্ছিল। কিন্তু মহাযুদ্ধে সেঞ্চুরি করে দলকে জেতানোর পর ফের বিরাট-বন্দনা শুরু হয়ে গিয়েছে। রিকি পন্টিং থেকে মাইকেল আথারটন, সকলেই মুগ্ধ কোহলির ব্যাটিংয়ে। পন্টিংয়ের মতে, “পঞ্চাশ ওভারের ক্রিকেটে বিরাটের থেকে সেরা ক্রিকেটার আমি অন্তত দেখিনি।” ক্রিকেটবোদ্ধাদের প্রশংসা কুড়নোর পাশাপাশিই ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতি করলেন বিরাট। উঠে এলেন বিশ্ব র্যাঙ্কিংয়ের প্রথম পাঁচে।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ওয়ানডেতে বিরাটের র্যাঙ্কিং ছিল ৬। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধেও রান পাননি কিং কোহলি। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ২৪২ রান তাড়া করতে নেমে সেঞ্চুরি হাঁকান। ১১১ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলার পরেই ক্রমতালিকায় পাঁচ নম্বরে উঠে এলেন। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে টপকে গেলেন বিরাট।
ক্রমতালিকার শীর্ষে রয়েছেন শুভমান। দ্বিতীয় স্থানে থাকা বাবর আজমের সঙ্গে তাঁর পয়েন্টের ব্যবধান ৬০। তিন নম্বরে রোহিত শর্মা। প্রথম ১৫তে রয়েছেন আরও দুই ভারতীয়- শ্রেয়স আইয়ার এবং কে এল রাহুল। যথাক্রমে ৯ এবং ১৫ নম্বরে রয়েছেন তাঁরা। দুই ধাপ উন্নতি করেছেন রাহুল। ওয়ানডেতে দলগত র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ভারত। বোলারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন কুলদীপ যাদব। তবে প্রথম দশে নেই আর কোনও ভারতীয়। তবে একধাপ উন্নতি করে ১৪ নম্বরে উঠে এসেছেন মহম্মদ শামি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.