Advertisement
Advertisement

Breaking News

টেস্ট চ্যাম্পিয়নশিপ

চ্যাম্পিয়নশিপের মাধ্যমেই প্রাণ ফিরে পাবে টেস্ট ক্রিকেট, মন্তব্য কোহলির

ক্যারিবিয়ান সফরে ভাল করার ব্যপারে আশাবাদী বিরাট।

Virat Kohli praises ICC for test Championship, hopes to do well
Published by: Subhajit Mandal
  • Posted:July 29, 2019 6:45 pm
  • Updated:July 29, 2019 6:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ কী? এই প্রশ্ন আজকের নয়। বহুদিন ধরেই চলছে। অতীতে ব্রায়ান লারা বা মাইকেল ক্লার্কের মতো ক্রিকেটাররা এমনও বলেছেন ক্রিকেটের সেরা ফরম্যাটের ভবিষ্যৎ অন্ধকার। এসবের মধ্যেই শুরু হতে চলেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারত অধিনায়ক বিরাট কোহলি মনে করছেন নতুন এই টেস্ট টুর্নামেন্টের সৌজন্যে আবার জীবন ফিরে পেতে চলেছে ক্রিকেটের সেরা ফরম্যাট।

[আরও পড়ুন: ধোনির দেশপ্রেমকে ‘স্যালুট’, আবেগঘন টুইট ক্যারিবিয়ান তারকার]

বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায়ের পর ভারতীয় ক্রিকেটে জলঘোলা চলছে। পরবর্তী কোচ কে হবেন তা নিয়ে ব্যস্ত সবাই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে ফ্লোরিডায় উড়ে যাচ্ছে ভারতীয় দল। তার আগে কোহলি বলছিলেন, “আমরা সত্যিই এই টুর্নামেন্টকে ঘিরে উত্তেজিত। ক্রিকেটের সেরা ফরম্যাটের জন্য জন্য আইসিসি যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। অতীতে ভারতীয় দল টেস্টে অনেক ভাল পারফরম্যান্স করেছে। আমরা আত্মবিশ্বাসী এই টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভাল কিছু করে দেখাতে পারব।”

Advertisement

[আরও পড়ুন: ঢেলে সাজছে বাংলাদেশ ক্রিকেট দল, নয়া দায়িত্বে ভেত্তোরি]

কোহলি এটাও জানিয়েছেন, বিশ্বকাপের ঘা শুকোতে টেস্ট চ্যাম্পিয়নশিপকেই টার্গেট করছেন তারা। তাঁর কথায়, “বিশ্বকাপে আমরা খারাপ খেলিনি। ভাগ্য সঙ্গে ছিল না। তবে এটা জানি যে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে পারলে বিশ্বকাপের দুঃখ কিছুটা হলেও কমে যাবে দেশবাসীর কাছে।” উল্লেখ্য, আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলা শুরু করছে ভারত। বিশ্বকাপের জ্বালা মেটাতে আপাতত ক্যারিবিয়ান সফরকেই পাখির চোখ করেছে টিম ইন্ডিয়া।আগামী ৩ আগস্ট ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম ম্যাচ খেলবে ভারত। তবে, সেটা টি-২০। টেস্ট চ্যাম্পিয়নশিপ তথা সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী ২২ আগস্ট। ওই সফরে দুটি টেস্ট খেলার কথা ভারতের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement