Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

শাহরুখ-প্রিয়াঙ্কাকে পিছনে ফেলে এশিয়ার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব বিরাট কোহলি

মাঠের বাইরেও জনপ্রিয়তার শিখরে বিরাট কোহলি।

Virat Kohli overtakes Shah Rukh Khan and Priyanka Chopra, becomes most popular Asian personality। Sangbad Pratidin

শাহরুখ-প্রিয়াঙ্কা নন। এশিয়ার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি বিরাট কোহলি।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:January 2, 2024 2:56 pm
  • Updated:January 2, 2024 2:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ (ICC World Cup 2023) ও আইসিসি টেস্ট ফাইনালে (ICC World Test Final 2023) জয় অধরা হলেও, ২০২৩ সাল বিরাট কোহলির (Virat Kohli) জন্য দারুণ কেটেছে। ব্যাটে হাতে টেস্ট ও একদিনের ক্রিকেটে নিজেকে মেলে ধরেছেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক। আর সেই সুবাদেই শাহরুখ খান (Shah Rukh Khan) ও প্রিয়াঙ্কা চোপড়াকে (Priyanka Chopra) পিছনে ফেলে দিলেন ভারতের মহাতারকা।

২০২৩ সালে এশিয়ান সেলিব্রিটিদের মধ্যে এতদিন পর্যন্ত এগিয়ে ছিলেন শাহরুখ ও প্রিয়াঙ্কা। তবে এবার উইকিপিডিয়া পেজ সার্চের তালিকায় দুই তারকাকে ছাপিয়ে গেলেন বিরাট। তালিকা অনুসারে এই মুহূর্তে এশিয়ার সবচেয়ে ব্যক্তিত্ব হলেন বিরাট। একটি সূত্রের দাবি, ১০.৭ মিলিয়নেরও বেশি মানুষ বিরাটের উইকিপিডিয়া পেজ দেখেছেন। সেখানে শাহরুখের উইকিপিডিয়া পেজ সার্চের সংখ্যা ৭.৭ মিলিয়ন। এই তালিকার তিন নম্বরে রয়েছেন প্রিয়াঙ্কা। তাঁর উইকিপিডিয়া পেজ সার্চের সংখ্যা ৬.৫ মি‌লিয়ন।

Advertisement

[আরও পড়ুন: ২০ ওভারের ফরম্যাটে টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ক? দৌড়ে কোন তিন তারকা?]

সোশাল মিডিয়ায় বিরাটের জনপ্রিয়তা দেখার মতো। লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরেই তাঁর ভক্ত সংখ্যা। একইসঙ্গে জনপ্রিয়তার নিরিখে এবার বলিউডের সেলিব্রিটিদেরও পিছনে ফেলে দিলেন বিরাট। ২০২৩ সালে উইকিপিডিয়াতে এশিয়ার মধ্যে সবথেকে জনপ্রিয় ব্যক্তির নাম বিরাট। প্রাক্তন ভারত অধিনায়ক পিছনে ফেলে দিয়েছেন শাহরুখ ও প্রিয়াঙ্কাকেও।

২০২৩ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের মধ্যে দ্বিতীয়স্থানে রয়েছেন বিরাট। ৩৫ ম্যাচে তাঁর রান ২০৪৮। গড় ৬৬.০৬। সর্বোচ্চ ১৮৬। ৭৮.৩১ স্ট্রাইক রেট বজায় রেখে তাঁর ঝুলিতে রয়েছে ৮টি শতরান ও ১০টি অর্ধ শতরান। এর মধ্যে একদিনের ম্যাচের তাঁর পারফরম্যান্স আরও চোখে পড়ার মতো। গত বছর ২৭টি একদিনের ম্যাচে ১৩৭৭ রান করেছেন বিরাট। সর্বোচ্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ১৬৬ রান। গড় ৭২.৪৭। সঙ্গে রয়েছে ৬টি শতরান ও ৮টি অর্ধ শতরান।

শুধু তাই নয়, বিশ্বকাপেও বিরাটের পারফরম্যান্স ছিল নজরকাড়া। বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক রান করার রেকর্ড গড়ে পিছনে ফেলে দিয়েছেন শচীন তেণ্ডুলকরকে (Sachin Tendulkar)। ২০০৩ সালের কাপযুদ্ধে ১১ ম্যাচে ৬৭৩ রান করেছিলেন মাস্টার ব্লাস্টার। ৬১.১৮ গড় নিয়ে সঙ্গে ছিল একটি শতরান ও ৬টি অর্ধ শতরান। সেখানে বিরাটও এবার ১১টি ম্যাচ খেলেছিলেন। তাঁর রান ৭৬৫। গড় ৯৫.৬৫। ঝুলিতে রয়েছে ৩টি শতরান ও ৬টি অর্ধ শতরান। একইসঙ্গে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেট কেরিয়ারের ৫০তম শতরান করে টপকে গিয়েছিলেন ‘গড অফ ক্রিকেট’কে। স্বভাবতই ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন তিনি।

[আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনাল হারতেই হতাশায় কী করেছিলেন বিরাট? ভাইরাল নতুন ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement