Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

দেখা না হলেও বন্ধুত্ব অটুট! অস্ট্রেলিয়ান ওপেনের আগে জোকারকে শুভেচ্ছা জানিয়ে কী বললেন বিরাট?

জোকারের সঙ্গে দেখা করার অপেক্ষায় বিরাট।

Virat Kohli opens up on mutual admiration with Novak Djokovic, wishes him the best for Australian Open 2024। Sangbad Pratidin

জকোভিচকে শুভেচ্ছা জানালেন বিরাট।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:January 14, 2024 1:48 pm
  • Updated:January 14, 2024 2:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুজন দুই দেশের কিংবদন্তি। একজন বিরাট কোহলি (Virat Kohli)। আর একজন নোভাক জকোভিচ (Novak Djokovic)। ভারত (India) ও সার্বিয়ার (Serbia) মহাতারকার মধ্যে এখনও মুখোমুখি দেখা হয়নি। তবে তাতে কি! দুজনের বন্ধুত্বের ইনিংস দারুণভাবে এগিয়ে চলেছে। সেটা নিজেই জানালেন ‘কিং কোহলি’ (King Kohli)। এবারের অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) জিতলে সর্বাধিক ২৫টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিক হবেন জোকার। আর তাই আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে তাঁকে শুভেচ্ছা জানালেন একদিনের ক্রিকেটে সর্বাধিক ৫০টি শতরান করা বিরাট। জকোভিচের সঙ্গে কীভাবে সম্পর্ক গড়ে উঠল? সোশাল মিডিয়াতে পোস্ট করা বিসিসিআইয়ের (BCCI) একটি ভিডিওতে সেটা জানিয়েছেন বিরাট।

বিরাট বলছিলেন, “আমার এবং জকোভিচের মধ্যে বেশ কয়েকবার মেসেজ আদান প্রদান হয়েছে। আমার ৫০তম শতরানের পর জকোভিচ একটি স্টোরি পোস্ট করে। আমি সেই পোস্ট দেখে ওকে মেসেজ পাঠিয়েছিলাম। কয়েক ঘণ্টা পর দেখেছিলাম জকোভিচ আমাকে পালটা মেসেজ পাঠিয়েছিল। ওর মেসেজ দেখে আমি চমকে গিয়েছিলাম। এর পর আমাদের মধ্যে কথা শুরু হয়। গ্লোবাল অ্যাথলিটদের সঙ্গে যোগাযোগে থাকাটা আমার খুবই ভালো লাগে।”

Advertisement

[আরও পড়ুন: অটোগ্রাফ দিতে অস্বীকার! কেন মহিলা ফ্যানকে নিরাশ করলেন ‘ক্যাপ্টেন কুল’? রইল ভাইরাল ভিডিও]

 

বিরাট কতটা ফিট সেটা সবাই জানে। আন্তর্জাতিক মঞ্চে ধারাবাহিকভাবে পারফর্ম করার জন্য নিজেকে ফিটনেসের শীর্ষে রেখেছেন তিনি। যদিও এহেন বিরাটের দাবি তিনি নাকি ফিট থাকার জন্য জোকারকে অনুসরণ করেন! বিরাট যোগ করলেন, “আমি জকোভিচকে এবং তাঁর যাত্রাপথকে সম্মান করি এবং ফিটনেসের প্রতি তাঁর প্যাশানকে অনুসরণ করি।”

এদিকে বিরাটের সঙ্গে দেখা না হওয়া নিয়ে আক্ষেপ করেছেন জকোভিচও। জোকারের কথায়, গত কয়েক বছর ধরেই বিরাটের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। এই প্রসঙ্গে বিরাট ফের বলেন, ‘আশাকরি জোকার খুব দ্রুত ভারতে আসবে। আমিও সেই সময় দেশে থাকব। অবশ্যই তাঁর সাথে দেখা করব এবং এক কাপ কফি খাব।”

সর্বাধিক ১০বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন জোকার। এদিকে ৪৩০ দিন পর জাতীয় টি-২০ দলে ফিরছেন বিরাট। টেনিস ও ক্রিকেটের দুই মহাতারকা কেমন পারফর্ম করেন সেটাই দেখার।

[আরও পড়ুন: টি-২০ সিরিজ জয়ের সঙ্গে আফগানদের বিরুদ্ধে কোন বিরল রেকর্ড গড়ার অপেক্ষায় রোহিত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement