Advertisement
Advertisement
বিরাট কোহলি

হোয়াইটওয়াশ হওয়ার পর সাংবাদিক বৈঠকে মেজাজ হারালেন কোহলি

টিম ইন্ডিয়ার অধিনায়ককে আগ্রাসন নিয়ে প্রশ্ন করেন সাংবাদিক।

Virat Kohli once again had a fiery exchange with a journalist

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:March 2, 2020 2:59 pm
  • Updated:March 2, 2020 2:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় দলের অধিনায়ক হিসেবে আপনার কি আরও ভাল উদাহরণ পেশ করা উচিত নয়? সাংবাদিকের এই নিরামিষ প্রশ্নেই মেজাজ হারালেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি( Virat Kohli)। আসলে, গোটা নিউজিল্যান্ড সফরে বিরাটের ব্যাট রান আসেনি সেভাবে। ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তারপর সাংবাদিক বৈঠকে গিয়ে টিম ইন্ডিয়ার অধিনায়ককে প্রশ্ন করা হয় তাঁর আগ্রাসন নিয়ে। যা শুনে নিজের উপর কিছুটা হলেও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বিরাট। 

দ্বিতীয় টেস্ট চলাকালীন কোহলির দুটি আচরণ বেশ দৃষ্টিকটু লেগেছে। প্রথমত কিইয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson) আউট হওয়ার পর তাঁকে যেভাবে ‘সেন্ড অফ’ দিলেন সেটি একেবারেই সৌজন্যমূলক নয়। দ্বিতীয়ত, খেলা চলাকালীনই টিম ইন্ডিয়ার অধিনায়ক কিইয়ি দর্শকদের উদ্দেশ্যে কুৎসিত অঙ্গভঙ্গি করেন এবং মুখে আঙুল দিয়ে তাঁকে চুপ করার নির্দেশ দেন। এছাড়াও, নিউজিল্যান্ডের প্রথম ইনিংস চলাকালীন প্রতিটি উইকেটের পতনের সঙ্গে সঙ্গে বিরাটের সেলিব্রেশনের ধরন নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। 

[আরও পড়ুন: ওয়ানডে’র পর টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ, লজ্জার হার থেকে শিক্ষা নিতে চান বিরাট]

এ প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে এক সাংবাদিক কোহলিকে প্রশ্ন করেন,”বিরাট, আউট হওয়ার পর উইলিয়ামসনের প্রতি নিজের আচরণ নিয়ে কী বলবেন? ভারতের অধিনায়ক হিসেবে কি আপনার এর থেকে ভাল উদাহরণ স্থাপন করা উচিত নয়?” সাংবাদিকের প্রশ্নের উত্তর না দিয়ে বিরাট পালটা তাঁকেই ওই প্রশ্নটি ফিরিয়ে দেন। তিনি বলেন, “আপনার কি মনে হয়?” উত্তরে সাংবাদিক বলেন,”আমি তো আপনাকে প্রশ্ন করেছি” বিরাট বলেন, “আমি আপনাকে এর উত্তর দিতে বলছি।” উত্তরে সাংবাদিক বলেন, “আমার মনে হয়, আপনার আরও ভাল উদাহরণ পেশ করা উচিত ছিল।” তারপর গিয়ে বিরাট তাঁর প্রথম প্রশ্নের জবাব দেন। তাও কটাক্ষের সঙ্গে। টিম ইন্ডিয়ার অধিনায়ক বলেন, “আপনার আরও ভাল প্রশ্ন নিয়ে আসা উচিত ছিল। যা ঘটেছিল, সে সম্পর্কে অর্ধেক জেনে কোনও প্রশ্ন করা উচিত নয়। আর আপনি যদি বিতর্ক তৈরি করতে চান, তাহলে এটা তার উপযুক্ত জায়গাও নয়। আর, এই বিষয়টি নিয়ে আমি ম্যাচ রেফারির সঙ্গে কথা বলেছি। যা ঘটেছে তা নিয়ে ওঁর কোনও সমস্যা নেই।”

বিরাটের এই মেজাজ হারানোর ঘটনা নতুন নয়। এর আগে ২০১৮ সালে ইংল্যান্ডে সিরিজ হেরেও একইভাবে মেজাজ হারান তিনি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement