Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

ম্যাচ জিতিয়েই অনুষ্কাকে ফ্লাইং কিস! ‘পত্নীনিষ্ঠ’ বিরাটের ভিডিও কল ভাইরাল

কন্যা ভামিকা ও পুত্র অকায়ের সঙ্গেও কথা বলতে দেখা যায় বিরাটকে।

Virat Kohli on video call with Anushka Sharma, video goes viral

ছবি: সোশাল মিডিয়া

Published by: Anwesha Adhikary
  • Posted:March 26, 2024 10:38 am
  • Updated:March 26, 2024 10:38 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠে আসেননি অনুষ্কা শর্মা (Anushka Sharma)। তাই ম্যাচ জিতে উঠেই সোজা স্ত্রীকে ফোন। ভিডিও কলেই ছুড়ে দিলেন ফ্লাইং কিস। শুধু তাই নয়, ছেলেমেয়ের সঙ্গেও কথা বললেন ভিডিও কলে। সোমবার ঘরের মাঠে ম্যাচ জেতার পরে বিরাট কোহলির (Virat Kohli) এই ‘পত্নীনিষ্ঠ’ অবতারের ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়।

সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলতে নেমেছিল বিরাটের আরসিবি (Royal Challengers Bangalore)। আইপিএলের (IPL 2024) প্রথম ম্যাচে হারের পর এই ম্যাচে শুরু থেকেই দাপট দেখান বিরাট। প্রথমে ফিল্ডিং করতে নেমে ক্যাচ ধরার রেকর্ড গড়েন। টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম ভারতীয় হিসেবে ১৭৩টি ক্যাচ ধরেন। তার পর ব্যাট করতে এসে ৭৭ রানের ইনিংসেও রেকর্ড। প্রথম ভারতীয় হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ বার পঞ্চাশ রানের গণ্ডি পেরিয়েছেন। বিরাটের জোড়া নজিরের রাতে হাড্ডাহাড্ডি ম্যাচ জিতে যায় আরসিবি (RCB)।

Advertisement

[আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ‘সম্মতি’ রাষ্ট্রসংঘের, ‘বন্ধু’ ইজরায়েলের পাশে নেই আমেরিকা

তবে ম্যাচের পরেও ভক্তদের মন জিতে নিয়েছেন বিরাট। খেলা শেষ হওয়ার খানিকক্ষণ পরেই দেখা যায়, মাঠের একপাশে দাঁড়িয়ে ভিডিও কল করছেন কিং কোহলি। ফোনে কথোপকথন চলাকালীনই একাধিকবার ফ্লাইং কিসও দেন। বেশ কয়েকবার মজার মুখভঙ্গিও করতে থাকেন। সম্ভবত কন্যা ভামিকা এবং পুত্র অকায়ের সঙ্গে খুনসুটিতেও মেতে ওঠেন কিং। এই ভিডিও কলের দৃশ্য নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই চর্চা শুরু হয় বিরাট ভক্তদের মধ্যে। শত ব্যস্ততা সত্ত্বেও ভালোবাসার মানুষের জন্য সময় বের করতে জানেন বিরাট, মত নেটিজেনদের।

প্রসঙ্গত, মাসখানেক আগেই পুত্রসন্তানের বাবা হয়েছেন বিরাট। সোমবার ম্যাচের শেষে সেই প্রসঙ্গে তিনি বলেন, লন্ডনে দু সপ্তাহ সময় কাটানোটা পরিবারের জন্য খুবই সুন্দর ছিল। সংসারে দ্বিতীয় সন্তান আসার পরে দায়িত্ব আরও বেড়ে যায়। দুই সন্তানের মধ্যে বোঝাপড়া তৈরি করাটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। তবে লন্ডনে সময় কাটানো বিরাট আরও তরতাজা হয়ে ক্রিকেটে ফিরেছেন, বলছেন কিং কোহলি নিজেই।

[আরও পড়ুন: নমাজ সেরে ফেরার পথে অপহরণ করে খুন ৯ বছরের বালককে! চাঞ্চল্য মহারাষ্ট্রে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement