Advertisement
Advertisement

Breaking News

KL Rahul

দুস্থ শিশুদের জন্য নিলামে বিরাটের জার্সি, ধোনি-রোহিতের ব্যাট, সবচেয়ে বেশি দর উঠল কীসের?

দুঃস্থ ও বিশেষভাবে সক্ষম শিশুদের সাহায্যের জন্য নিলামের আয়োজন করেছিলেন কেএল রাহুল ও তাঁর স্ত্রী আথিয়া শেট্টি।

MS Dhoni, Virat Kohli, Rohit Sharma's Cricket memorabilia draws big at KL Rahul's charity auction
Published by: Arpan Das
  • Posted:August 24, 2024 6:31 pm
  • Updated:August 24, 2024 8:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট মাঠে তিনি নির্ভরযোগ্য ব্যাটার। এবার মাঠের বাইরেও বড় মানসিকতার পরিচয় দিলেন কেএল রাহুল। সম্প্রতি দুস্থ ও বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য নিলামের আয়োজন করেন রাহুল ও তাঁর স্ত্রী আথিয়া শেট্টি। মুম্বইয়ে ‘ক্রিকেট ফর চ্যারিটি’র নিলাম থেকে প্রায় ২ কোটি টাকা সাহায্য উঠেছে।

এই নিলামে অনেক বিখ্যাত ক্রিকেটারের সামগ্রী উঠেছে। যার মধ্যে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মারা। তাঁদের ব্যবহার জার্সি, ব্যাট, গ্লাভস নিলামে তোলা হয়। সেখানে ছিল রাহুলের ব্যাটও। সবচেয়ে বেশি মূল্যে বিক্রি হয় বিরাট কোহলির জার্সি। যার দাম ওঠে ৪০ লক্ষ টাকা। তবে বিরাটের ক্রিকেট সামগ্রীর সাহায্য এখানেই শেষ হচ্ছে না। তাঁর গ্লাভসের দর ওঠে ২৮ লক্ষ টাকা।

Advertisement

[আরও পড়ুন: আইএসএলে সরকারিভাবে অন্তর্ভুক্ত মহামেডান, দেশের সেরা লিগের লড়াইয়ে কলকাতার তিন প্রধানই]

পিছিয়ে নেই রোহিত শর্মাও। তাঁর ব্যাট বিক্রি হয় ২৪ লক্ষ টাকায়। অন্যদিকে আরেক কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির ব্যাটের দর ওঠে ১৩ লক্ষ টাকা। কেএল রাহুলের জার্সি বিক্রি হয় ১১ লক্ষ টাকায়। এছাড়াও এই নিলামে ছিল ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, রাহুল দ্রাবিড়, রবিচন্দ্রন অশ্বিনদের ব্যবহার করা সামগ্রী। সব মিলিয়ে ওঠে ১.৯৩ কোটি টাকা। 

[আরও পড়ুন: প্রবল বৃষ্টি, আলোর সমস্যা! বাতিল কলকাতা লিগে ইস্টবেঙ্গল-পিয়ারলেস ম্যাচ]

নিলামের পর ইনস্টাগ্রাম স্টোরিতে রাহুল লেখেন, “আমাদের নিলাম সাফল্য পেয়েছে। এর সাহায্যে আমরা বহু বিশেষভাবে সক্ষম শিশুর জীবন সুন্দর করে তুলতে পারব। ক্রিকেট মহলের যাঁরা পাশে দাঁড়িয়েছেন তাঁদের ধন্যবাদ। যাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাঁদের কাছেও কৃতজ্ঞ।” রাহুল জানিয়েছেন, এই সংগঠনের কাজকর্ম তাঁর কাছে খুব কাছের, কারণ এটি তাঁর ঠাকুমা তৈরি করেছিলেন। আথিয়াও বলেছেন, “রাহুল আর আমি আমাদের প্রথম চ্যারিটি নিলাম নিয়ে উচ্ছ্বসিত।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement