সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম টেস্টে সেঞ্চুরি করার পর থেকে আর রান পাননি। বারবার অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হচ্ছেন। খেলার মাঠে বিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে ঝামেলাতেও জড়াচ্ছেন। সবমিলিয়ে, প্রবল চাপে বিরাট কোহলি। কিন্তু ভুল শুধরে ফেলা তো দূর, সিডনি টেস্টে (IND vs AUS 5th Test) সেই একই সমস্যা দেখা দিল কিং কোহলির (Virat Kohli)। কোনওমতে গোল্ডেন ডাক থেকে উদ্ধার পাওয়ার পরেই স্টিভ স্মিথের দিকে তাকিয়ে কটাক্ষের হাসি দেন তিনি।
ঘটনার সূত্রপাত অষ্টম ওভারে। চতুর্থ বলে যশস্বী জয়সওয়ালকে আউট করেন স্কট বোলান্ড। মাঠে নামেন বিরাট। কিন্তু প্রথম বলেই খোঁচা দেন। বল কিছুটা নিচু হয়ে সোজা চলে যায় দ্বিতীয় স্লিপে থাকা স্মিথের দিকে। তিনি ক্যাচ ধরতে গিয়ে পড়ে যান। কিন্তু বলটি হাত দিয়ে তুলে দেন, পরে ক্যাচ লুফে নেন মার্নাস লাবুশেন। অজি ব্রিগেড ধরেই নেয়, আউট হয়েছেন বিরাট। যদিও আম্পায়ার রিভিউ নেন। সেখানে দেখা যায়, স্মিথের আঙুল ফসকে মাটিতে পড়ে গিয়েছিল বল। তাই নট আউট বিরাট।
ঠিকভাবে ক্যাচ ধরতে না পেরে হতাশায় মাথা নাড়তে নাড়তে চলে যাচ্ছিলেন স্মিথ। ঠিক সেই সময়েই তাঁকে লক্ষ্য় করে কটাক্ষের হাসি হাসেন কোহলি। অজি ব্যাটারকে বেশ কিছু কথাও বলেন। যদিও মেজাজ হারাতে দেখা যায়নি কাউকে। অন্যদিকে, প্রথম বলে বিরাটের এমন পরিণতি দেখে লাফিয়ে ওঠেন রোহিত শর্মা। উদ্বিগ্ন চোখে তাকিয়ে থাকেন তৃতীয় আম্পায়ারের দিকে। শেষ পর্যন্ত অবশ্য স্বস্তির নিঃশ্বাস ফেলেন সকলেই।
প্রথম বলে নতুন জীবন পেলেও সেটা একেবারেই কাজে লাগাতে পারেননি বিরাট। নটআউট থেকে মধ্যাহ্নভোজের বিরতিতে গিয়েছিলেন। কিন্তু ৩২তম ওভারে সেই বোলান্ডেরই শিকার হলেন বিরাট। অফস্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে তৃতীয় স্লিপে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। প্রশ্ন উঠছে, এবার কি তাহলে রোহিতের পদাঙ্ক অনুসরণ করা উচিত বিরাটের? বিশ্রামে যাওয়া উচিত তাঁর?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.