Advertisement
Advertisement

বিশ্বকাপের ৪ দিন আগেই ধাক্কা ভারতের, দল ছেড়ে তড়িঘড়ি মুম্বই ফিরলেন বিরাট

দলের সঙ্গে তিরুঅনন্তপুরম পৌঁছননি কিং কোহলি।

Virat Kohli left India team, return to Mumbai due to personal emergency | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 2, 2023 12:25 pm
  • Updated:October 2, 2023 1:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের (ICC World Cup 2023) আগেই দুঃসংবাদ ভারতীয় শিবিরে। আচমকাই দল ছেড়ে মুম্বই ফিরে এলেন বিরাট কোহলি (Virat Kohli)। শোনা যাচ্ছে, ব্যক্তিগত সমস্যায় পড়েছেন কিং কোহলি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তিনি আদৌ খেলবেন কিনা, তা নিয়েও সংশয় রয়েছে। বোর্ড সূত্রেও বিরাটের ফিরে যাওয়া নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে শোনা যাচ্ছে, স্ত্রী অনুষ্কা শর্মার অসুস্থতার খবর পেয়েই তড়িঘড়ি বাড়ি ফিরেছেন কোহলি।

জানা গিয়েছে, বিরাটকে ছাড়াই রবিবার তিরুঅনন্তপুরম পৌঁছেছে ভারতীয় দল। গুয়াহাটি থেকেই ভারতীয় শিবির ছাড়েন বিরাট। তাই দলের সঙ্গে যেতে পারেননি তিনি। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত কারণেই মুম্বই ফিরতে বাধ্য হয়েছেন কিং কোহলি। দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। আগামী ৩ অক্টোবর তিরুঅনন্তপুরমে নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচে বিরাটকে পাওয়া যাবে কিনা তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন রয়েছে। 

Advertisement

[আরও পড়ুন: রোহিতকেই ভয় পাচ্ছে বাবর আজমের পাকিস্তান, অকপটে জানিয়ে দিলেন শাদাব খান]

বিশ্বকাপ (World Cup) শুরুর চারদিন আগে জাতীয় দল (India Cricket Team) ছেড়ে বিরাটের বাড়ি ফেরা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। তবে সূত্রের খবর, খুব সম্ভবত দ্বিতীয়বার বাবা হতে চলেছেন তারকা ব্যাটার। অন্তঃসত্ত্বা স্ত্রীর সমস্যার কথা শুনেই হয়তো মুম্বইতে ফিরে আসতে হয়েছে তাঁকে। যদিও এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি বিরাট বা অনুষ্কা কেউই। তবে শোনা যাচ্ছে, ছয় মাসের অন্তঃসত্ত্বা রয়েছেন অনুষ্কা।

বিরাটের এইভাবে ফিরে আসার খবর শুনেই ক্রিকেটপ্রেমীদের অনেকেই তুলে ধরছেন মহেন্দ্র সিং ধোনির প্রসঙ্গ। ২০১৫ সালের বিশ্বকাপের ঠিক আগেই জন্ম নেয় ক্যাপ্টেন কুলের একমাত্র কন্যা জিভা। প্রথমবার বাবা হয়েও জাতীয় দলকে ফেলে অস্ট্রেলিয়া ছেড়ে দেশে ফেরেননি ধোনি। তবে সূত্রের খবর, প্রথম প্রস্তুতি ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচটিও বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে। সেই কথা মাথায় রেখেই বাড়ি ফিরেছেন বিরাট।

[আরও পড়ুন: সোনা জয়ের আশা দেখালেও ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লেন দুই বঙ্গ তনয়া সুতীর্থা-ঐহিকা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement