Advertisement
Advertisement
Virat Kohli

উপেক্ষা করা গেল না ক্রীড়াবিশ্বের অন্যতম আইকনকে, কোহলির জন্যই অলিম্পিকে ক্রিকেট

১২৮ বছর পর অলিম্পিকে ক্রিকেট।

Virat Kohli is instrumental for including cricket in olympics । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 16, 2023 8:14 pm
  • Updated:October 16, 2023 9:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কে বলল ক্রিকেট কেবল কতিপয় দেশের মধ্যেই সীমাবদ্ধ! কে বলল, হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া বাকি দেশগুলো ক্রিকেটের নাম পর্যন্ত শোনেনি। ১২৮ বছর পরে অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হল ক্রিকেটকে। আর ক্রিকেটের এই অন্তর্ভুক্তির পিছনে রয়েছেন এক মহাতারকা। তাঁর নাম বিরাট কোহলি (Virat Kohli)। কোহলিয়ানায় মুগ্ধ গোটা বিশ্ব। খেলার মাঠের প্রতিটি ঘাস মনে রেখেছে কোহলি-রূপকথা। ছড়িয়ে পড়েছে তা বিশ্বের সর্বত্র। সেই কারণেই অলিম্পিক কমিটিও কুর্নিশ জানাল কোহলির প্রভাবকে। 

[আরও পড়ুন: Cricket In Olympic Games 2028: ১২৮ বছর পর অলিম্পিকে ফিরল ক্রিকেট, ঘোষণা করল আইওসি]

 

সোশাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তার ধারেপাশে নেই অন্য তারকারা। লেব্রন জেমস, টম ব্র্যাডি, টাইগার উডসরাও কোহলির পিছনে। ভারতের ক্রিকেট আইকনকে ফলো করেন ৩৪০ মিলিয়ন অনুসরণকারী। সেই কারণেই লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের স্পোর্টস ডিরেক্টর নিকোলো ক্যামপ্রিয়ানি কোহলিয়ানার কথা ঘোষণা করেছেন।  

Advertisement

২৫ হাজারের বেশি আন্তর্জাতিক রান, ৭৭টি সেঞ্চুরির মালিক কোহলি। এছাড়া ক্রিকেটার এবং অধিনায়ক হিসেবে খেলার মাঠে দুর্দান্ত সব মুহূর্তের জন্ম দিয়েছেন কোহলি। তিনি এখন আর কেবল ভারতের ক্রিকেট আইকন নন। কোহলি খেলাটারই মুখ এবং ব্র্যান্ডে পর্যবসিত হয়েছেন। সেকথা ঘোষণা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজিই।  

[আরও পড়ুন: দুর্ব্যবহারের পর সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন লিটন, বিতর্ক কি থামবে?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement