Advertisement
Advertisement
Virat Kohli

শ্রীলঙ্কার বিরুদ্ধে জোড়া নজির বিরাটের, সেঞ্চুরি হাঁকিয়ে ফের ভাঙলেন শচীনের রেকর্ড

সেঞ্চুরি হাঁকিয়ে নজর কাড়লেন শুভমন গিলও।

Virat Kohli hits ton, becomes fifth highest run scorer in ODI cricket | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:January 15, 2023 4:45 pm
  • Updated:January 15, 2023 5:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে স্বপ্নের ফর্মে বিরাট কোহলি (Virat Kohli)। প্রথম ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর পরে রবিবারেও দুরন্ত সেঞ্চুরি এল তাঁর ব্যাট থেকে। একইসঙ্গে দুই নজিরের মালিক হলেন প্রাক্তন ভারত অধিনায়ক। একদিনের ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রহাকের তালিকায় প্রথম পাঁচে উঠে এলেন কিং কোহলি। শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়বর্ধনেকে সরিয়ে দ্বিতীয় ভারতীয় হিসাবে এই তালিকায় জায়গা করে নিলেন তিনি। সেই সঙ্গে শচীন তেন্ডুলকরের নজির ভাঙলেন। ঘরের মাঠে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এখন বিরাটের দখলে। এদিনের ম্যাচে সেঞ্চুরি করলেন শুভমন গিলও (Shubman Gill)। সিরিজের শেষ ম্যাচে বড় রানের দিকে এগোচ্ছে ভারত।

আন্তর্জাতিক কেরিয়ারে ২৬৮টি ম্যাচ খেলেছেন বিরাট। ইতিমধ্যেই একাধিক নজির গড়েছেন কিং কোহলি। একদিনের ক্রিকেটে শতরান করার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। রবিবারের ম্যাচে নতুন নজির গড়লেন। ভারতীয় ইনিংসের ৩৫ তম ওভারের প্রথম বলেই চার মারলেন কিং কোহলি। চামিকা করুণারত্নের ওই বলেই নতুন কীর্তি গড়লেন বিরাট। মাহেলা জয়বর্ধনের রেকর্ড ভাঙলেন তিনি। ১২৬৫৩ রান করে ওডিআই ক্রিকেটের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন।

Advertisement

[আরও পড়ুন: মানকড়িংয়ের আবেদন প্রত্যাহারে ক্ষুব্ধ অশ্বিন, কাঠগড়ায় তুললেন অধিনায়ক রোহিতকে]

পরপর দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিরাট। দিন কয়েক আগেই বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে ৩ বছরের খরা কাটিয়ে ওয়ানডে সেঞ্চুরি পেয়েছিলেন কোহলি। পরের ম্যাচেই ফের সেঞ্চুরি পান তিনি। এটি ছিল বিরাটের ওয়ানডে কেরিয়ারের ৪৫তম এবং আন্তর্জাতিক কেরিয়ারের ৭৩তম শতরান। অনবদ্য এই সেঞ্চুরি করে শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) সর্বকালের রেকর্ড ছুঁয়ে ফেলেন কিং কোহলি। ওয়ানডেতে ঘরের মাঠে এটি ছিল বিরাটের কুড়িতম শতরান। ঘরের মাঠে শচীনের সেঞ্চুরির সংখ্যাও কুড়িই।

মাস্টার ব্লাস্টারের নজির ছোঁয়ার কয়েকদিনের মধ্যেই সেই রেকর্ড ভেঙে ফেললেন বিরাট। ঘরের মাঠে ২১টি সেঞ্চুরির মালিক হলেন তিনি। কেরলের মাঠে শ্রীলঙ্কার (India vs Sri Lanka) বিরুদ্ধে ইনিংসের শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেছিলেন বিরাট। শেষ পর্যন্ত সেঞ্চুরি হাঁকিয়ে থামলেন তিনি। জোড়া নজির গড়ে মাঠ ছাড়লেন। আন্তর্জাতিক কেরিয়ারে ৭৪ তম শতরান করেই থামেননি কোহলি। ১৬৬ রানে অপরাজিত থাকলেন। 

বিরাটের কীর্তির দিনে নজর কাড়লেন শুভমন গিলও। আন্তর্জাতিক ওয়ানডেতে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকালেন ভারতীয় ওপেনার। ইনিংস শুরুর দিকে খানিকটা সাবধানী থাকলেও পরের দিকে আগ্রাসী ব্যাটিং করেন তিনি। ৯৭ বলে ১১৬ রানের অনবদ্য ইনিংসটি  সাজানো ছিল ১৪ টি বাউন্ডারি ও ২টি ছক্কা দিয়ে। তবে রাজিথার বলে বোল্ড হয়ে তাঁর ইনিংস শেষ হয়।  

তবে বিরাটের ব্যাটিংয়ের সময় দুর্ঘটনার কবলে পড়লেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার। বিরাটের একটি চার আটকাতে গিয়ে ধাক্কা খান বান্দারা ও ভান্দারশ। মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় দুই ক্রিকেটারকে। বিপক্ষ অধিনায়ক দাসুন শানকার কাছে গিয়ে দুই আহত ক্রিকেটারের বিষয়ে খোঁজ নেন বিরাটও।      

[আরও পড়ুন: লিগামেন্টের চোট গুরুতর, ছ’সপ্তাহ পর ফের অস্ত্রোপচার পন্থের, কবে ফিরবেন মাঠে?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement