ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা একেবারেই ভাল যাচ্ছে না টিম ইন্ডিয়ার সদ্যপ্রাক্তন টি২০ অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli)। তাঁর অধিনায়কত্বে এবারের টি২০ বিশ্বকাপে নেমে টিম ইন্ডিয়াকে ছিটকে যেতে হয়েছে সুপার-১২ রাউন্ডেই। ব্যাট হাতেও তেমন আহামরি কিছু পারফরম্যান্স করে দেখাতে পারেননি বিরাট। যার ফল এবার দেখা গেল আইসিসি টি২০ Ranking-এ। খারাপ পারফরম্যান্সের জেরে কোহলি নেমে গেলেন আরও ৩ ধাপ।
After a strong #T20WorldCup campaign, Aiden Markram continues his climb 🧗♂️
Plenty of movement in the @MRFWorldwide T20I player rankings 👉 https://t.co/vJD0IY4JPU pic.twitter.com/Y7tTwgdvPM
— ICC (@ICC) November 10, 2021
পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান করার পর বিশ্বকাপে বিরাটের ব্যাট থেকে আর বড় ইনিংস আসেনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেট হওয়ার পরও তিনি ব্যর্থ হন। তারপর শেষ তিন ম্যাচে আর সেভাবে সুযোগ পাননি তিনি। ফলে টি২০ (ICC World T20 World Cup) ক্রমতালিকায় পিছিয়ে পড়লেন কোহলি। এক ধাক্কায় চার ধাপ নেমে এই মুহূর্তে ৮ নম্বরে টিম ইন্ডিয়ার সদ্যপ্রাক্তন টি২০ অধিনায়ক। তাঁর রেটিং পয়েন্ট ৬৯৮। এর আগে বিরাট ছিলেন চতুর্থ স্থানে।
ক্রমতালিকায় বিরাটের অবনতি হলেও উন্নতি হয়েছে লোকেশ রাহুলের। প্রথম দুই ম্যাচে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেভাবে সফল না হলেও শেষ তিন ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। যার ফলে একলাফে ৩ ধাপ লাফিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন রাহুল। তাঁর রেটিং পয়েন্ট ৭২৭। এই দুই ব্যাটার ছাড়া ভারতের আর কোনও তারকা টি২০ ক্রমতালিকায় প্রথম দশে নেই। বোলার এবং অলরাউন্ডারদের ক্রমতালিকায় ভারতের অবস্থা আরও খারাপ। এই দুই ক্ষেত্রেই টিম ইন্ডিয়ার কোনও তারকা প্রথম দশে পর্যন্ত নেই।
আইসিসি (ICC) ব্যাটারদের ক্রমতালিকায় অনেকটাই উপরে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার মারক্রাম। ষষ্ঠ স্থান থেকে তিনি উঠে এসেছেন তৃতীয় স্থানে। ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে এখনও বাবর আজম। দ্বিতীয় স্থানে ডেভিড মালান। অলরাউন্ডার এবং বোলার দুই ক্রমতালিকাতেই শীর্ষস্থানে রয়েছেন শ্রীলঙ্কার হাসারঙ্কা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.