Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

‘মশলা নেই, তাই মানুষ হতাশ হয়েছেন’, গম্ভীরের সঙ্গে আলিঙ্গন নিয়ে মুখ খুললেন কোহলি

সন্ধি করে নিয়েছেন কোহলি আর গম্ভীর।

Virat Kohli has broken his silence on the hug he shared with Gautam Gambhir

কোহলি ও গম্ভীর। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:April 11, 2024 3:39 pm
  • Updated:April 11, 2024 3:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে সমস্যা কি মিটে গিয়েছে বিরাট কোহলির (Virat Kohli)? চিন্নাস্বামীতে এবারের আইপিএলে গম্ভীর আর কোহলি মিলনান্তক দৃশ্যের জন্ম দিয়েছেন।
দুই যুযুধান তারকা একে অপরকে আলিঙ্গন করে নেওয়ায় সোশাল মিডিয়ায় লেখা হয়, গম্ভীর আর কোহলি সন্ধির রাস্তায় হেঁটেছেন। তিনি, বিরাট কোহলি কী বলছেন এই প্রসঙ্গে? একটি ইভেন্টে গিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকাকে বলতে শোনা গিয়েছে, ”আমার ব্যবহারে মানুষ হতাশ হয়েছে। আমি নবীনকে জড়িয়ে ধরেছিলাম। সেদিন গৌতি ভাই আমাকে জড়িয়ে ধরে। ফলে মশলা আর নেই। তাই আমজনতা হতাশ হয়েছে আমার উপরে।”

[আরও পড়ুন: হার্দিক এবং ক্রুণাল পাণ্ডিয়ার সঙ্গে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার তাঁদেরই সৎভাই]

গম্ভীর আর কোহলির লড়াই মানেই মাঠের ভিতরে উত্তেজনা। গম্ভীর আর কোহলি একে অপরের দিকে ধেয়ে আসছেন গতবারের আইপিএলেও এই দৃশ্য দেখা গিয়েছিল। আগেও গম্ভীর আর কোহলি মাঠের ভিতরে ঝামেলায় জড়িয়েছিলেন। 

Advertisement

এবার কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হয়েছেন গম্ভীর। চিন্নাস্বামী স্টেডিয়ামে কোহলিকে জড়িয়েও ধরেন তিনি। তার পর থেকে সোশাল মিডিয়ায় শুরু হয় জোর চর্চা। বিরাট কোহলি আর ঝামেলা এগিয়ে নিয়ে যেতে চান না। 
এর আগে বিশ্বকাপে নবীন উল হকের সঙ্গে ঝামেলা মিটিয়ে ফেলতে দেখা যায় কোহলিকে। গতবারের আইপিএলে নবীনের সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন কোহলি। তার পর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। বিশ্বকাপের সময়ে ভারত-আফগানিস্তান ম্যাচ চলার সময়ে কোহলিকে আফগান তারকা নবীন বলেছিলেন, ”এবার শেষ করা যাক।” কোহলিও তাতে সাড়া দেন।  

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবারের টুর্নামেন্টে ভালো জায়গায় নেই। যদিও কোহলি কিন্তু রানের মধ্যে রয়েছেন। 

[আরও পড়ুন: আচমকাই আম্পায়ারের সঙ্গে ঝামেলা শুভমানের! কেন মেজাজ হারালেন গুজরাট অধিনায়ক?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement