কোহলি ও গম্ভীর। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে সমস্যা কি মিটে গিয়েছে বিরাট কোহলির (Virat Kohli)? চিন্নাস্বামীতে এবারের আইপিএলে গম্ভীর আর কোহলি মিলনান্তক দৃশ্যের জন্ম দিয়েছেন।
দুই যুযুধান তারকা একে অপরকে আলিঙ্গন করে নেওয়ায় সোশাল মিডিয়ায় লেখা হয়, গম্ভীর আর কোহলি সন্ধির রাস্তায় হেঁটেছেন। তিনি, বিরাট কোহলি কী বলছেন এই প্রসঙ্গে? একটি ইভেন্টে গিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকাকে বলতে শোনা গিয়েছে, ”আমার ব্যবহারে মানুষ হতাশ হয়েছে। আমি নবীনকে জড়িয়ে ধরেছিলাম। সেদিন গৌতি ভাই আমাকে জড়িয়ে ধরে। ফলে মশলা আর নেই। তাই আমজনতা হতাশ হয়েছে আমার উপরে।”
গম্ভীর আর কোহলির লড়াই মানেই মাঠের ভিতরে উত্তেজনা। গম্ভীর আর কোহলি একে অপরের দিকে ধেয়ে আসছেন গতবারের আইপিএলেও এই দৃশ্য দেখা গিয়েছিল। আগেও গম্ভীর আর কোহলি মাঠের ভিতরে ঝামেলায় জড়িয়েছিলেন।
Here’s the Video
pic.twitter.com/pEDgJhQm0m
— Ayush
(@ayriick_) April 11, 2024
এবার কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হয়েছেন গম্ভীর। চিন্নাস্বামী স্টেডিয়ামে কোহলিকে জড়িয়েও ধরেন তিনি। তার পর থেকে সোশাল মিডিয়ায় শুরু হয় জোর চর্চা। বিরাট কোহলি আর ঝামেলা এগিয়ে নিয়ে যেতে চান না।
এর আগে বিশ্বকাপে নবীন উল হকের সঙ্গে ঝামেলা মিটিয়ে ফেলতে দেখা যায় কোহলিকে। গতবারের আইপিএলে নবীনের সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন কোহলি। তার পর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। বিশ্বকাপের সময়ে ভারত-আফগানিস্তান ম্যাচ চলার সময়ে কোহলিকে আফগান তারকা নবীন বলেছিলেন, ”এবার শেষ করা যাক।” কোহলিও তাতে সাড়া দেন।
Our favourite strategic timeout ever
#IPLonJioCinema #RCBvKKR #TATAIPL #JioCinemaSports pic.twitter.com/A50VPhD6RI
— JioCinema (@JioCinema) March 29, 2024
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবারের টুর্নামেন্টে ভালো জায়গায় নেই। যদিও কোহলি কিন্তু রানের মধ্যে রয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.