Advertisement
Advertisement

Breaking News

IPL IPL 2023 Virat Kohli

‘ভক্তের ভগবান’ কোহলি, গম্ভীর-নবীনের সঙ্গে ঝামেলার দিনই দেখা গেল এক অন্য বিরাটের ছবি

বিতর্কের ঢেউয়ে তলিয়ে গেল মন ভালো করা বিরাট মুহূর্ত।

Virat Kohli gifts once in a lifetime moment to fan touching his feet । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:May 2, 2023 5:10 pm
  • Updated:May 2, 2023 5:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ নিয়ে চর্চা চলছে গোটা দেশে। সোশ্যাল মিডিয়া উত্তাল। বিরাট কোহলি (Virat Kohli) ও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সম্পর্ক নিয়ে আলোচনা চলছে। দুই তারকাকেই জরিমানা করা হয়েছে। বিরাট বিতর্কের দিন মন ভালো করা ছবি উপহার দিলেন কোহলি।

প্রথমে ব্যাট করে আরসিবি ২০ ওভারে করে ৯ উইকেটে ১২৬ রান। রান তাড়া করতে নেমে লখনউ সুপার জায়ান্টস শেষ হয়ে যায় ১০৮ রানে।

Advertisement

লখনউ সুপার জায়ান্টসের রান তখন পাঁচ উইকেটে ৩৮। সাত ওভার শেষ হয়েছে। এই পরিস্থিতিতে মাঠে ঢুকে পড়েন এক বিরাট ভক্ত। কোহলিকে জড়িয়ে ধরেন তিনি। তাঁর পা ছোঁন সেই ভক্ত। কোহলিও তাঁর ভক্তকে বুকে টেনে নেন। জড়িয়ে ধরেন। ভক্তের ভগবান কোহলি। তাঁকে একবার ছোঁয়ার জন্য, তাঁর সঙ্গে কথা বলার জন্য অপেক্ষায় থাকেন ভক্তরা। পুলিশের নজর এড়িয়ে সেই ভক্ত ছুঁয়ে যান কোহলিকে। যা হয়তো তাঁর জীবনের সেরা মুহূর্ত। তখনও অবশ্য বোঝা যায়নি এই ম্যাচে বিতর্কের এত মশলা মজুদ রয়েছে।

[আরও পড়ুন: শ্রীসন্থকে চড় মেরে লজ্জিত, বিরাট-গম্ভীরেরও সতর্ক হওয়া উচিত: হরভজন]

অবশ্য কোহলির এমন মনভোলানো ছবি তলিয়ে গেল বিতর্কের প্রবল ঢেউয়ে। খেলার শেষে যাবতীয় আলোচনা কেবল গম্ভীর ও কোহলিকে নিয়ে। দুই তারকাকে নিয়ে আলোচনায় ঢুকে পড়েছেন আফগান ক্রিকেটার নবীন উল হক। তিনজনকেই জরিমানা করা হয়েছে। 

 

বিরাট কোহলি রহস্যময় টুইট করেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফ থেকে পোস্ট করা টুইটে কোহলিকে বলতে শোনা গিয়েছে, ”ইফ ইউ ক্যান গিভ ইট, ইউ গট টু টেক ইট, আদারওয়াইজ ডোন্ট গিভ ইট।” পরে রোমান অধিপতি মার্কাস অউরেলিয়াসের একটি মন্তব্য কোহলি তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে বলা হয়েছে, ”আমরা যা শুনি তা মতামত, ঘটনা নয়। আমরা যা দেখি তা দৃশ্য, সত্য নয়।” নবীন উল হকও থেমে থাকেননি। তিনি লিখেছেন, ”তুমি যার যোগ্য তাই পাবে। এভাবেই চলা উচিত এবং এভাবেই চলে।” এই বার্তার মাধ্যমে নবীন কি বিরাট কোহলিকে কিছু বললেন? টুইট, পালটা টুইটে উত্তাল সোশ্যাল মিডিয়া। বিতর্ক চলে এল সামনের সারিতে। পিছনের সারিতে চলে গেল ভক্তের সঙ্গে কোহলির মন ভালো করা মুহূর্তের ছবি। 

[আরও পড়ুন: কুস্তিগিরদের উপর হামলার আশঙ্কা সত্ত্বেও দিল্লি পুলিশের নিরাপত্তা ফেরালেন বজরংরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement