Advertisement
Advertisement
Virat Kohli

রনজি প্রত্যাবর্তনেও সঙ্গী সেই হতাশা, হাজার হাজার ভক্তকে হতাশ করে বিরাট ফিরলেন মাত্র ছয়ে

১২ বছর পর রনজিতে ফিরে তাঁর সংগ্রহ ১৫ বলে ৬ রান।

Virat Kohli dismissed for 6 runs in Ranji return
Published by: Anwesha Adhikary
  • Posted:January 31, 2025 11:05 am
  • Updated:January 31, 2025 1:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁকে ঘিরেই তো যত আয়োজন। শীতে কাঁপতে কাঁপতে ভোরবেলা স্টেডিয়ামের সামনে ভিড় জমানো, মাঠে ঢোকার হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে যাওয়া, কীই না করেছেন তাঁর ভক্তরা। গোটা একটা দিন ধৈর্য্য ধরে বসে থেকেছেন, তাঁর ব্যাট থেকে গোলার মতো ছুটে যাওয়া কভার ড্রাইভ দেখার আশায়। কিন্তু সবুরে তো মেওয়া ফলল না। ভক্তদের মনোবাসনা পূর্ণ না করেই প্যাভিলিয়নে ফিরলেন বিরাট কোহলি (Virat Kohli )। ১২ বছর পর রনজিতে ফিরে তাঁর সংগ্রহ ১৫ বলে ৬ রান। 

বৃহস্পতিবার থেকেই বিরাট জ্বরে কাঁপছিল গোটা দিল্লি। কিং কোহলিকে দেখতে ভিড় ভেঙে পড়েছিল অরুণ জেটলি স্টেডিয়ামে। এমনকি ভিড় সামলাতে বন্দুকধারী আধাসেনাও নামাতে হয় মাঠে। রনজির প্রথম দিনে বিরাটের ব্যাটিং দেখতে না পেলেও হাজার হাজার দর্শক ধৈর্য্য ধরে অপেক্ষা করেছেন। দ্বিতীয় দিনও তাঁরা ভিড় জমিয়েছেন কিং কোহলিকে দেখতে। ঘরের মাঠেই ফর্মে ফিরবেন ঘরের ছেলে, সেই দৃশ্যের সাক্ষী থাকতে চেয়েছিলেন দিল্লিবাসী। 

Advertisement

ম্যাচের দ্বিতীয় দিন সকালেই এল সেই মাহেন্দ্রক্ষণ। যশ ধুল আউট হতেই উচ্ছ্বাসে ফেটে পড়ল স্টেডিয়াম, কারণ তিনি আসছেন। আন্তর্জাতিক ম্যাচের মতোই ভরা স্টেডিয়ামে ‘কোহলি, কোহলি’ ধ্বনির মধ্যে ব্যাট করতে নামলেন ভারতীয় ক্রিকেটের কিং। ডাগআউট থেকে ক্রিজ পর্যন্ত হেঁটে গেলেন বিরাট, পুরো সময়টা চিৎকার করে, প্ল্যাকার্ড দেখিয়ে তাঁকে স্বাগত জানাল দিল্লির আমজনতা। 

 

ব্যাট করতে নেমে ছন্দে ফেরার চেষ্টা করতে দেখা যায় বিরাটকে। অজিভূমে যে অফস্টাম্পের বাইরের বল তাঁকে ভুগিয়েছিল, সেই বল ছেড়েছেন এদিন। নিজের ১৪ তম বলে অনবদ্য স্ট্রেট ড্রাইভও মারেন। গোলার মতো বেরিয়ে যাওয়া শটের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করার ছিল না হিমাংশু সাঙ্গওয়ানের। 

কিন্তু ক্রিকেট তো একটা বলের খেলা। বাউন্ডারি মারলেও পরের বলটা মিস করলেন বিরাট। বল সটান লাগল অফস্টাম্পে। আর সেই স্টাম্প উপড়ে গিয়ে পড়ল প্রায় উইকেটকিপারের সামনে। বিরাটের রনজি প্রত্যাবর্তনের রূপকথা ওখানেই ইতি। মাত্র ৬ রান করে বোল্ড বিরাট। কিংয়ের বিদায়ে ফাঁকা হয়ে গেল গমগম করা স্টেডিয়ামও। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement