ট্রফি হাতে উচ্ছ্বসিত মন্ধানারা। খুশি কোহলি। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের আইপিএল খেতাব আরসিবি জেতার অব্যবহিত পরেই অরুণ জেটলি স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা সম্মিলিত ভাবে কোহলির নাম ধরে চিৎকার শুরু করে দেন। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্রথমবার খেতাব জেতে আরসিবি (RCB)। আইপিএল জেতার পরই বেঙ্গালুরুর মহিলা ক্রিকেটাররা ভিডিও কল করেন বিরাট কোহলি (Virat Kohli)।
কোহলি তখন অনেক দূরে। দূরে থাকলেও স্মৃতি মন্ধানাদের (Smriti Mandhana) জয় ছুঁয়ে যায় ভারতের তারকা ক্রিকেটারকে। তিনি নিজেও তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটার। মন্ধানাদের জয়ে কোহলিও উচ্ছ্বসিত। সেটাই দেখা গেল সেই ভিডিও কলে। আরসিবি-র মহিলা ক্রিকেটারদের সঙ্গেই কোহলি নাচতে শুরু করে দেন। দূরে থাকলেও কোহলিকে নাচতে দেখে মন্ধানারা আরও আপ্লুত হয়ে পড়েন।
মন্ধানাদের জয়ে উচ্ছ্বসিত কোহলি নাচছেন, এই ভিডিও ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। ভিডিওটিতে লেখা হয়েছে, লং ডিসট্যান্স সেলিব্রেশন। দূর থেকেই উদযাপন। ক্যাপশন হিসেবে লেখা, যেভাবে পেরি বলল, ‘ভি ফর বিরাট’ আমার হৃদয়…।
The way Perry said, “V for Virat” has my heart! 💕 pic.twitter.com/g9Vgg4w77O
— Shivani❤️ (@shivi1251) March 18, 2024
দেশের হৃদয়ে বিরাট কোহলি। আরসিবি ভক্ত-অনুরাগীদের মনের মানুষ তিনি। অধিনায়ক মন্ধানাকে অভিনন্দনও জানান কোহলি। মন্ধানা-কোহলির মধ্যে কী কথা হল, তা নিয়ে চর্চা চলছিল গোটা দেশ জুড়ে। প্রশ্নের উত্তরে মন্ধানা বলেন, প্রবল চিৎকারের জন্য কিছুই শুনতে পাইনি। পরে কোহলির সঙ্গে কথা বলব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.