Advertisement
Advertisement
Virat Kohli

বছর শেষে ধোনি-রোহিতকে পিছনে ফেলে নয়া রেকর্ডের মালিক হলেন ক্যাপ্টেন কোহলি

কী নজির গড়লেন ভারত অধিনায়ক?

Virat Kohli crosses MS Dhoni, Rohit Sharma to emerge as most tweeted about male Indian athlete in 2020 | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:December 14, 2020 5:16 pm
  • Updated:December 14, 2020 5:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাটসম্যান হিসেবে কিংবা অধিনায়ক হিসেবে বছর শেষে খেলোয়াড়দের শীর্ষে পৌঁছতে না পারলেও মাঠের বাইরে ধোনি থেকে রোহিত- সবাইকে পিছনে ফেলে দিলেন বিরাট কোহলি (Virat Kohli)।

তা নতুন কোন রেকর্ডের মালিক হলেন কোহলি? সোশ্যাল দুনিয়া বলছে, এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে কোহলিকে নিয়ে। পুরুষ অ্যাথলিটদের মধ্যে ভারত অধিনায়ককে নিয়েই সর্বোচ্চ টুইট করেছেন নেটদুনিয়ার বাসিন্দারা। হবে না-ই বা কেন। প্রথমবার বাবা হতে চলার খবরে ভারচুয়াল দুনিয়ার শুভেচ্ছায় ভেসেছিলেন কোহলি। আবার আইপিএল থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ- সর্বত্র তাঁর ব্যর্থতা নিয়ে হয় তুমুল সমালোচনাও। আবার তাঁর পিতৃত্বকালীন ছুটি নিয়েও অব্যাহত তর্ক-বিতর্ক। সব মিলিয়ে বছরভর চর্চায় ছিলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। এক্ষেত্রে আবার মহিলাদের তালিকায় শীর্ষস্থানটি দখল করেছেন কুস্তিগির ববিতা ফোগাট। তালিকায় রয়েছেন দুই ভারতীয় শাটলার পিভি সিন্ধু এবং সাইনা নেহওয়ালও।

Advertisement

[আরও পড়ুন: গোলাপি বলের টেস্টে টিম ইন্ডিয়ার ঘুম ওড়াতে পারেন তিন অজি ক্রিকেটার, মত শচীনের]

এখানেই শেষ নয়, বিরুষ্কার মা-বাবা হতে চলার সুখবরের টুইটটি এবছর সবচেয়ে বেশি ‘লাইক’ পেয়েছে। অর্থাৎ বিরাট-অনুষ্কার পরিবারে নতুন অতিথি আসার খবরই এবার ভারচুয়াল দুনিয়ার সবচেয়ে বড় আনন্দের খবর হিসেবে গণ্য হয়েছে।

কোহলি যেমন বছরভর আলোচনার শীর্ষে রয়েছেন, তেমনই আবার একটি টুইটেই বাকি সবাইকে পিছনে ফেলে দিয়েছেন ক্যাপ্টেন কুল। চলতি বছর ১৫ আগস্ট অগণিত অনুরাগীর মন ভেঙে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন এমএস। তাঁকে ভবিষ্যৎ জীবনের শুভকামনা জানিয়ে টুইট আসতে থাকে অজস্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও টুইটারে ধোনির কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছিলেন। জবাবে মোদিকে ধন্যবাদ জানান মাহিও। সেই টুইটটিই ৭৩ হাজার ৫০০-রও বেশিবার রিটুইট হয়েছে। যা এবছর কোনও ক্রীড়াবিদের করা টুইটের সর্বোচ্চ রিটুইট।

[আরও পড়ুন: ফের পাক ক্রিকেটারদের কটাক্ষ দানিশ কানেরিয়ার, এবার তুলনা টানলেন ভারতীয়দের সঙ্গে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement