সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলির (Virat Kohli) আউট দুর্ভাগ্যজনক। বর্ডার গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে কোহলির আউট নিয়ে এমনটাই মত ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর (Ravi Shastri)। মাত্র ১২ রান করে ডেবিউট্যান্ট টড মার্ফির বলে আউট হয়ে যান বিরাট। প্রথমে বিশ্বাসই করতে পারেননি নিজের আউট হয়ে যাওয়া। অবাক হয়ে মাঠ ছাড়েন তিনি। বিরাটের সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।
শুক্রবার সকালে ব্যাট করতে নেমে বেশ ভাল ছন্দেই শুরু করেন বিরাট। একবার ক্যাচ তুললেও অনবদ্য দু’টি চার মারেন। লাঞ্চের বিরতির আগে পর্যন্ত ভালই ব্যাট করছিলেন। কিন্তু দ্বিতীয় সেশনের প্রথম বলে আউট হয়ে যান বিরাট। মার্ফির বলে ফ্লিক মারতে গিয়েই উইকেটকিপারের হাতে ক্যাচ দেন। প্রায় ফস্কে যাওয়ার মুখেই ক্যাচটি ধরে ফেলেন অ্যালেক্স ক্যারি।
আম্পায়ার আউট দিতেই অবাক হয়ে যান বিরাট। মাথা নাড়তে নাড়তেই মাঠ ছেড়ে বেরিয়ে যেতে থাকেন। যাওয়ার সময়ে একবার মুখ ঘুরিয়ে বোলারের দিকে তাকান। তবে শেষ পর্যন্ত হাসি মুখেই মাঠ ছাড়েন তিনি। নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই দৃশ্যের ভিডিও।
Virat Kohli’s poor form continues in Test cricket !! #INDvAUS #viratkholiOUT pic.twitter.com/we2RaCRYMJ
— BII2🇮🇳 (@realbii2) February 10, 2023
বিরাটের রান না পাওয়া নিয়ে নেটদুনিয়ায় ফের জোর চর্চা শুরু হয়েছে। তবে এই নিয়ে চিন্তা করতে নারাজ রবি শাস্ত্রী। তাঁর মতে, “বিরাটের আউটটা দুর্ভাগ্যজনক। হয়তো ৫০ ইনিংসে হয়তো একবার এইভাবে আউট হবে। তাই এই উইকেট নিয়ে সেভাবে মাথা ঘামানোর কিছুই নেই। ওই সময়ে অস্ট্রেলিয়ার একটা উইকেট দরকার ছিল, ভাগ্যের জোরে সেটা পেয়েছে।” তবে বিরাটের ব্যর্থতা সত্বেও নাগপুর টেস্টের (India vs Australia) দ্বিতীয় দিনে ১৪৪ রানে এগিয়ে ভারত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.