Advertisement
Advertisement
Virat Kohli

ভাল সময় ফিরছে! এবার মাঠের বাইরে বিরাট নজির কিং কোহলির

বিশ্বকাপের আগেই সুসংবাদ পেলেন কিং।

Virat Kohli completed 50 million followers on Twitter | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 13, 2022 5:20 pm
  • Updated:September 13, 2022 5:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইনস্টাগ্রামের ফলোয়ারের নিরিখে তিনি অন্য ক্রিকেটারদের থেকে অনেক এগিয়ে। এবার টুইটারেও বিরল নজির গড়ে ফেললেন বিরাট কোহলি। প্রথম ক্রিকেটার হিসাবে টুইটারে ৫ কোটি ফলোয়ারে হয়ে গেল বিরাটের। ফলে ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম ফলোয়ারের নিরিখে কোহলির (Virat Kohli) সোশ্যাল মিডিয়ায় মোট ফলোয়ার সংখ্যা পেরিয়ে গেল ৩১ কোটি। এককথায় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেলেন তিনি।

এমনিতেই ভারতীয় ক্রিকেটাররা চূড়ান্ত জনপ্রিয়। দেশে তো বটেই দেশের বাইরেও তাঁদের ফলোয়ার সংখ্যা রীতিমতো ঈর্ষনীয়। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের ফলোয়ার সংখ্যা বহু। আর ভারতীয়দের মধ্যে প্রশ্নাতীতভাবেই বিরাট সবচেয়ে জনপ্রিয়। সেটারই প্রমাণ মিলল টুইটারের ফলোয়ার সংখ্যায়। বিরাটই প্রথম কোনও ক্রিকেটার যিনি টুইটারে ৫ মিলিয়ন ফলোয়ার বা ৫ কোটি ফলোয়ার ছুঁলেন।

Advertisement

[আরও পড়ুন: পুজোয় সরকারি অনুদানে বাধা নেই, রায় জানাল হাই কোর্ট]

তবে শুধু টুইটারেই নয়, ফেসবুক, ইনস্টগ্রামের মতো সোশ্যাল প্ল্যাটফর্মেও দারুণ জনপ্রিয় কোহলি। প্রাক্তন আরসিবি (RCB) নেতাকে ৪৯ মিলিয়নেরও বেশি ইউজার ফেসবুকে ফলো করেন। টুইটারে তাঁর ফলোয়ারের সংখ্যা পেরিয়েছে ৫০ মিলিয়ন। ফলোয়ার সংখ্যা সবচেয়ে বেশি ইনস্টাগ্রামে (Instagram)। সেখানে ২১১ মিলিয়ন অর্থাৎ ২১ কোটির বেশি মানুষ কোহলিকে ফলো করেন। প্রথম ভারতীয় হওয়ার পাশাপাশি ইনস্টাগ্রামে অ্যাকটিভ অ্যাথলিটদের মধ্যে জনপ্রিয়তার নিরিখে গোটা বিশ্বে তিন নম্বর স্থানটিও দখলে রেখেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। এই তালিকায় আগেই ব্রাজিলীয় পোস্টার বয় নেইমারকে টপকে গিয়েছিলেন তিনি। এখন তিনি রয়েছেন ম্যান ইউ (Man U) মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং আর্জেন্টাইন সুপারস্টার লিও মেসির (Leo Messi) পরই।

[আরও পড়ুন: নবান্নের বাইরে-অন্দরে ভিন্ন ছবি, গেটে বিজেপিকে রুখতে পুলিশের রণসজ্জা, ভিতরে দেশপ্রেমের গান]

প্রসঙ্গত, দীর্ঘদিন খারাপ ফর্মে থাকলেও এশিয়া কাপে রানে ফিরেছেন বিরাট। শুধু আফগানদের বিরুদ্ধে সেঞ্চুরি করাই নয়, এশিয়া কাপে সার্বিকভাবে রানের নিরিখে তিনি শেষ করেছেন দ্বিতীয় স্থানে। মাঠের লড়াইয়ে রানে ফেরার কয়েক দিনের মধ্যেই সোশ্যাল মিডিয়াতেও সুসংবাদ পেলেন তিনি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement