Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

ফিল্ডার কোহলির অনন্য নজির, আইপিএলে গড়লেন আরও একটি রেকর্ড

কী সেই রেকর্ড?

Virat Kohli climbed to the top of the list of Indians with the most catches in T20 cricket

বিরাট কোহলি।

Published by: Krishanu Mazumder
  • Posted:March 25, 2024 10:08 pm
  • Updated:March 25, 2024 11:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি (Virat Kohli) মানেই রেকর্ড। সে ব্যাট হাতেই হোক বা ফিল্ডিং। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে ফের এক রেকর্ড গড়লেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মহাতারকা। এবার অবশ্য ব্যাট হাতে নয়। ফিল্ডার কোহলি গড়লেন বিরাট রেকর্ড। টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম ভারতীয় হিসেবে ১৭৩টি ক্যাচ ধরলেন কোহলি।

জনি বেয়ারস্টোর ক্যাচ ধরে তিনি এই অনন্য নজির গড়েছেন। তৃতীয় ওভারের তৃতীয় বলে মহম্মদ সিরাজকে মিড অফের উপর দিয়ে মারতে চেয়েছিলেন বেয়ারস্টো। কিন্তু কোহলি কভার থেকে দৌড়ে এসে ক্যাচটি ধরেন। কোহলির ঠিক পরেই রয়েছেন সুরেশ রায়না।  

Advertisement

[আরও পড়ুন: দর্শক কটাক্ষে কোণঠাসা হার্দিক, ভক্তদের মন জিতবেন কী করে? জানালেন কিংবদন্তি লারা]

টি-টোয়েন্টি ফরম্যাটে রায়নার নামের পাশে রয়েছে ১৭২টি ক্যাচ। রোহিত শর্মার ক্যাচের সংখ্যা ১৬৭টি। মণীশ পাণ্ডে নিয়েছেন ১৪৬টি ক্যাচ। সূর্যকুমার যাদবের ক্যাচের সংখ্যা ১৩৬।
কোহলি একে একে ছাপিয়ে যাচ্ছেন সব মাইলস্টোন। চিপকে প্রথম ম্যাচে প্রথম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টির ইতিহাসে ১২ হাজার রানের মালিক হন কোহলি। সোমবার পাঞ্জাবের বিরুদ্ধে ক্যাচ ধরে নতুন রেকর্ড গড়লেন বিরাট।

একই দিনে শহরে কেকেআর-মোহনবাগান ম্যাচ, পাল্টে যাবে কি আইএসএলের সময়সূচি?

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement