সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৭ সালের পর প্রথমবার। সতীর্থদের জন্য জল নিয়ে যেতে দেখা গেল বিরাট কোহলিকে (Virat Kohli)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে খেলেননি তিনি। অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও কোহলির অনুপস্থিতিতে শোচনীয় হাল হয় ভারতের ব্যাটিং লাইন আপের। ৬ উইকেটে দুরমুশ হয় মেন ইন ব্লু। তারপরেও অবশ্য মাঠে উপস্থিত দর্শকদের মূল আকর্ষণ ছিলেন কিং কোহলিই। ম্যাচের শেষে তাঁর সঙ্গে সেলফি তোলে ক্যারিবিয়ান ভক্তরা। একটি ব্রেসলেটও উপহার দেন তাঁকে। হাসিমুখে সেই ব্রেসলেট পরে নেন বিরাট।
ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন দুরন্ত ফর্মে দেখা গিয়েছিল কোহলিকে। ৭৬তম আন্তর্জাতিক সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন। কিন্তু চলতি ওয়ানডে সিরিজে একবারও ব্যাট করতে নামেননি তিনি। দুই ম্যাচেই তরুণদের ব্যাট করার সুযোগ দেন। তবে প্রথম ম্যাচে মাঠে নামলেও দ্বিতীয় ম্যাচে বিরাটকে ছাড়াই দল গড়া হয়।
তবে ব্যাট-বলের লড়াইয়ে না থাকলেও মাঠে দেখা যায় বিরাটকে। ভারতীয় ইনিংসের ৩৭ তম ওভার শেষ হওয়ার পরে যুজবেন্দ্র চাহালের সঙ্গে মাঠে নেমে পড়েন তিনি। জল নিয়ে এগিয়ে যান সতীর্থদের দিকে। সেই সময় ব্যাট করছিলেন শার্দূল ঠাকুর ও কুলদীপ যাদব। তবে এই প্রথমবার নয়, ২০১৭ সালেও এইভাবেই জল নিয়ে যেতে দেখা গিয়েছিল কিং কোহলিকে। চোটের জন্য ধর্মশালায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলতে পারেননি তৎকালীন ভারত অধিনায়ক। তাঁর পরিবর্তে নেতৃত্ব দেন অজিঙ্ক রাহানে।
1 hi to ❤️ hai, kitne baar jeetoge? King Kohli turns water boy!
.
.#INDvWIAdFreeonFanCode #INDvWI pic.twitter.com/CYE2uvNAC2— FanCode (@FanCode) July 29, 2023
ম্যাচের পরে অবশ্য দর্শকদের যাবতীয় আকর্ষণের কেন্দ্র ছিলেন বিরাট কোহলিই। মাঠে উপস্থিত দর্শকদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন। ছবি তোলেন, অটোগ্রাফ দেন ভক্তদের। তার মধ্যেই প্রিয় ক্রিকেটারের হাতে একটি ব্রেসলেট ধরিয়ে দেয় এক খুদে ভক্ত। হাসিমুখে সেই ব্রেসলেট পরেও ফেলেন বিরাট। তবে বিরাটের সঙ্গে ছিলেন রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবও।
Fan gestures like these 🤗
Autographs and selfies ft. #TeamIndia Captain @ImRo45, @imVkohli & @surya_14kumar ✍️
Cricket fans here in Barbados also gifted a bracelet made for Virat Kohli 👌👌#WIvIND pic.twitter.com/Qi551VYfs4
— BCCI (@BCCI) July 30, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.